গণেশ পুজোয় কখনই তুলসিপাতা নয়, একদম নয় ৷ তুলসি একবার গণেশকেপ্রেম নিবেদন করেছিলেন ৷ গণেশ বলেছিলেন তাঁর মা দুর্গার মত দশবূজা হয়ে সংসারকে সামলে রাখতে পারবে না একেবারেই না ৷ তাই তিনি তুলসিকে বিয়ে করবেন না ৷ এই বলে তিনি তুলসিকে অভিশাপ দিয়েছিলেন ৷ বেড়েছিল গণেশ ও তুলসির দূরত্ব ৷ ঠিক সেই কারণেই গণেশ পুজোয় তুলসিপাতা প্রয়োজন হয়না ৷ তবে তুলসি নারায়ণের একনিষ্ঠ ভক্ত বলেই নারায়ণ রক্ষা করেছিলেন গণেশের অভিশাপ থেকে ৷ পরে নারায়ণ দেবী তুলসিকে আশীর্বাদ দিয়েছিলেন বলেই বেশিরভাগ পুজোয় তুলসিপাতা প্রয়োজন হয় ৷ হিন্দুধর্মে তুলসিপাতা ও গঙ্গাজলকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ ছবি সংগৃহীত ৷
গণেশের মামা শনিদেব যাঁর দিকেই তাকাতেন তার শিরচ্ছেদ হয়ে যেত ৷ এই রকমের একদিনে গণেশ রাস্তায় বেরিয়েছিলেন তখনই সামনাসামনি হয়েছে মামা শনিদেবের ৷ শনির রোষে সঙ্গে সঙ্গে গণেশের শিরচ্ছেদ হয়ে যায় ৷ দৈববাণী অনুসারে এক মৃত শ্বেত ঐরাবতের (সাদা হাতি) মাথা এনে গণেশের শরীরে প্রতিস্থাপিত করতেই সংজ্ঞা ফিরে পেয়েছিল গণেশ ৷ ছবি সংগৃহীত ৷