গণেশের মাথা হাতির৷ যে মাথার ওজম মানুষের মাথার থেকে বেশি এবং সব প্রাণীদের থেকে বড়৷ হাতি, দুঃখ, আনন্দ, আত্ম-সচেতনতা, সমবেদনা এবং শেখার প্রতীক৷ জঙ্গলে হাতি কোনও প্রাণীর সঙ্গেই লড়াই করে না, হাতিকে সব প্রাণী মান্য করে৷ যা একজন বিজনেস লিডারের গুণ হওয়া উচিত৷ লক্ষ্য স্থির রাখা ও অযথা লড়াই এড়িয়ে চলা৷
গণেশের নাম একদন্ত৷ ডান দিকে দাঁত রয়েছে গণেশের, কিন্তু বাঁ দিকের ভাঙা৷ কখনও ভেবে দেখেছেন কেন? ডান দিকের দাঁত বোঝায় যেখানে প্রতিবাদ করা প্রয়োজন, তখন নিজের বক্তব্য অবশ্যই বলা উচিত৷ কিন্তু যেখানে নিষ্প্রয়োজন, সেখানে অয়থা নিজের বক্তব্য না বলে এড়িয়ে যাওয়া প্রয়োজন৷ অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের সাম্যের প্রতীক গণেশ৷ সময় অনুযায়ী নীরব ও সরবতাই সাফল্যের চাবিকাঠি৷