Fun Facts: থ্রি পিন প্লাগ-এর একটি পিন লম্বা ও মোটা হয় কেন জানেন? কারণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
থ্রি পিন প্লাগ-এ থাকে তিনটি পিন। এই তিনটে পিন-এর মধ্যে একটি পিন অন্য দুটো পিন-এর থেকে অপেক্ষাকৃত মোটা ও লম্বা হয়। কেন বলুন তো?
প্রতিদিন-ই আমরা কোন-ও না কোন-ও কাজে ব্যবহার করি থ্রি পিন প্লাগ। এই প্লাগের মাধ্যমেই টিভি, ফ্রিজ, এসি মায় ল্যাপটপ-এর মত বৈদ্যুতিক যন্ত্র বিদ্যুতের উৎসের সঙ্গে সংযুক্ত থাকে। থ্রি পিন প্লাগ-এ থাকে তিনটি পিন। এই তিনটে পিন-এর মধ্যে একটি পিন অন্য দুটো পিন-এর থেকে অপেক্ষাকৃত মোটা ও লম্বা হয়। কেন বলুন তো, এই একটি পিন অন্য দুটির থেকে আলাদা হয়? নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
advertisement
advertisement
বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে বৈদ্যুতিক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এই পদ্ধতিতে কখনও কখনও কিছুটা স্থির বিদ্যুৎ পরিবাহী তার কিংবা সংশ্লিষ্ট যন্ত্রে থেকে যেতে পারে। এই বাড়তি বিদ্যুৎ বিপজ্জনক হতে পারে। তাই আর্দিংয়ের মাধ্যমের এই অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে পাঠিয়ে দেওয়া হয়। আর্থ পিনটিই এই কাজ করে। তাই যে কোনও যন্ত্রের ক্ষেত্রে এই পিনটি সংযুক্ত হওয়া সবার আগে প্রয়োজন।
advertisement
advertisement