Fun Facts: কেন হোটেলের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয়? আসল কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
সাদা রং তো অন্য রং-এর তুলনায় অনেক তাড়াতাড়ি ও সহজে ময়লা হয়! তারপর-ও কেন হোটেল কর্তৃপক্ষ সাদা রং- এর চাদর ও বালিশের কভার-ই বেছে নেন? এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
1/5
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে একটা জিনিস নজর করেছেন? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, হোটেলের বিছানায় সাদা রং-এর চাদর ও বালিশের কভার ব্যবহার করা হয়। কখনও ভেবে দেখেছেন, এত রং থাকতে কেন শুধু সাদা রং-ই বাছা হল ? এদিকে, সাদা রং তো অন্য রং-এর তুলনায় অনেক তাড়াতাড়ি ও সহজে ময়লা হয়! তারপর-ও কেন হোটেল কর্তৃপক্ষ সাদা রং- এর চাদর ও বালিশের কভার-ই বেছে নেন? এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে একটা জিনিস নজর করেছেন? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, হোটেলের বিছানায় সাদা রং-এর চাদর ও বালিশের কভার ব্যবহার করা হয়। কখনও ভেবে দেখেছেন, এত রং থাকতে কেন শুধু সাদা রং-ই বাছা হল ? এদিকে, সাদা রং তো অন্য রং-এর তুলনায় অনেক তাড়াতাড়ি ও সহজে ময়লা হয়! তারপর-ও কেন হোটেল কর্তৃপক্ষ সাদা রং- এর চাদর ও বালিশের কভার-ই বেছে নেন? এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
advertisement
2/5
শোনা যায় নব্বইয়ের দশকে আমেরিকার একটি হোটেল সাদা চাদর ব্যবহার শুরু করে। তারপর থেকেই এই প্রথা চলে আসছে। পরিস্কার সাদা বালিশ ও চাদর হোটেলে আসা অতিথিদের মনে আলাদা এক স্নিগ্ধতার অনুভূতি তৈরি করে।
শোনা যায় নব্বইয়ের দশকে আমেরিকার একটি হোটেল সাদা চাদর ব্যবহার শুরু করে। তারপর থেকেই এই প্রথা চলে আসছে। পরিস্কার সাদা বালিশ ও চাদর হোটেলে আসা অতিথিদের মনে আলাদা এক স্নিগ্ধতার অনুভূতি তৈরি করে।
advertisement
3/5
সাদা রং আলোর সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায়। তাই সাদা চাদর, বালিশ বা পর্দা ব্যবহারে হোটেলের ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায়। ঘরে বেশি সাদা রং ব্যবহার করলে ঘর বড়-ও দেখায়।
সাদা রং আলোর সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায়। তাই সাদা চাদর, বালিশ বা পর্দা ব্যবহারে হোটেলের ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায়। ঘরে বেশি সাদা রং ব্যবহার করলে ঘর বড়-ও দেখায়।
advertisement
4/5
যদি হোটেলের সব চাদর সাদা রং-এর হয়, তবে একইসঙ্গে সবগুলি ধুয়ে নেওয়া অনেক সহজ। পরিবর্তে, যদি ভিন্ন ভিন্ন রং-এর চাদর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে একটা চাদর থেকে রং উঠে অন্য চাদরে লেগে যাওয়ার ঝুঁকি থাকে।
যদি হোটেলের সব চাদর সাদা রং-এর হয়, তবে একইসঙ্গে সবগুলি ধুয়ে নেওয়া অনেক সহজ। পরিবর্তে, যদি ভিন্ন ভিন্ন রং-এর চাদর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে একটা চাদর থেকে রং উঠে অন্য চাদরে লেগে যাওয়ার ঝুঁকি থাকে।
advertisement
5/5
হোটেলের দেওয়াল বা পর্দা যে রং-এরই হোক না কেন, সাদা রং-এর বেডকভার ও বালিশের কভার সব রং-এর সঙ্গেই মানানসই।
হোটেলের দেওয়াল বা পর্দা যে রং-এরই হোক না কেন, সাদা রং-এর বেডকভার ও বালিশের কভার সব রং-এর সঙ্গেই মানানসই।
advertisement
advertisement
advertisement