বাড়িতে হঠাৎ এই লক্ষণগুলি দেখছেন ? কোনও অশরীরি আত্মা নেই তো ?

Last Updated:
Ghost Symptoms In Your House : বাড়িতে এই লক্ষণগুলি দেখলে জেনে নিন অশরীরি আত্মা রয়েছে... এমনই মত বিশেষজ্ঞদের
1/8
ভূত আছে কী নেই, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা... কোনও কিছুরই কমতি নেই! কিন্তু আজ পর্যন্ত কেউ 'চ্যালেঞ্জ' করে বলতে পারেননি-- ভূত আছে বা ভূত নেই! যুগ যুগ ধরে অনেকেই ভূতের অস্তিত্ব টের পেয়েছেন! অনেকে খোদ বাড়িতেই ভূতের ভয়ে পেয়েছেন! কিন্তু কীভাবে বুঝবেন, বাড়িতে 'তেঁনারা' রয়েছেন ?
ভূত আছে কী নেই, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা... কোনও কিছুরই কমতি নেই! কিন্তু আজ পর্যন্ত কেউ 'চ্যালেঞ্জ' করে বলতে পারেননি-- ভূত আছে বা ভূত নেই! যুগ যুগ ধরে অনেকেই ভূতের অস্তিত্ব টের পেয়েছেন! অনেকে খোদ বাড়িতেই ভূতের ভয়ে পেয়েছেন! কিন্তু কীভাবে বুঝবেন, বাড়িতে 'তেঁনারা' রয়েছেন ?
advertisement
2/8
যদি বাড়িতে পোষা জীবজন্তু যেমন কুকুর বা বেড়াল হঠাত্‍ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন গভীর রাতে কাঁদা, বা গলাছেড়ে ডাকা। বাড়িতে অশরীরি আত্মার উপস্থিতি থাকলে আচমকাই বাড়ির পোষ্য যেমন কুকুর, বেড়াল বা টিয়ার মৃত্যু হয়।
যদি বাড়িতে পোষা জীবজন্তু যেমন কুকুর বা বেড়াল হঠাত্‍ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন গভীর রাতে কাঁদা, বা গলাছেড়ে ডাকা। বাড়িতে অশরীরি আত্মার উপস্থিতি থাকলে আচমকাই বাড়ির পোষ্য যেমন কুকুর, বেড়াল বা টিয়ার মৃত্যু হয়।
advertisement
3/8
যদি বন্ধ ঘর খোলার পর দেখেন জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে।
যদি বন্ধ ঘর খোলার পর দেখেন জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে।
advertisement
4/8
বাড়ির কোনও একটা ঘরে বা স্থানে হঠাত্‍ করে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হয়।
বাড়ির কোনও একটা ঘরে বা স্থানে হঠাত্‍ করে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হয়।
advertisement
5/8
যদি বাড়ির দেওয়াল বা কাঠের আসবাবপত্রে আচমকা ধারাল কোনও বস্তু দিয়ে বিশ্রী রকম আঁচরের দাগ দেখেন।
যদি বাড়ির দেওয়াল বা কাঠের আসবাবপত্রে আচমকা ধারাল কোনও বস্তু দিয়ে বিশ্রী রকম আঁচরের দাগ দেখেন।
advertisement
6/8
লাইটের সুইচ বন্ধ থাকা সত্বেও আচমকা জ্বলে উঠল আলো! অথবা বাল্ব হঠাৎই দপদপ করছে!
লাইটের সুইচ বন্ধ থাকা সত্বেও আচমকা জ্বলে উঠল আলো! অথবা বাল্ব হঠাৎই দপদপ করছে!
advertisement
7/8
কোনও ঘর বা চিলেকোঠা থেকে নানারকমের আওয়াজ যেমন-- ধস্তাধস্তির আওয়াজ, কাচের বাসনপত্র ভাঙার আওয়াজ, দরজা বন্ধ বা খোলার আওয়াজ, কারও হেঁটে যাওয়ার আওয়াজ, হাসির আওয়াজ পাওয়া যায়।
কোনও ঘর বা চিলেকোঠা থেকে নানারকমের আওয়াজ যেমন-- ধস্তাধস্তির আওয়াজ, কাচের বাসনপত্র ভাঙার আওয়াজ, দরজা বন্ধ বা খোলার আওয়াজ, কারও হেঁটে যাওয়ার আওয়াজ, হাসির আওয়াজ পাওয়া যায়।
advertisement
8/8
যদি মনে হয়, আপনাকে সর্বক্ষণ বাড়ির ভিতরেই পিছু নিয়েছে, অথবা ঘরের দেওয়ালে আচমকা কোনও ছায়ামূর্তির দেখা পাওয়া।
যদি মনে হয়, আপনাকে সর্বক্ষণ বাড়ির ভিতরেই পিছু নিয়েছে, অথবা ঘরের দেওয়ালে আচমকা কোনও ছায়ামূর্তির দেখা পাওয়া।
advertisement
advertisement
advertisement