'এ কী! আমার ব্যাগ কই?' এসি কোচে সবাই যখন ঘুমে অচেতন, কী যে হল...! সকালে দেখা গেল কালো আর নীল ব্যাগ একটাও নেই!
- Published by:Tias Banerjee
Last Updated:
AC Coach: 'কোনও আওয়াজ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। নিখুঁত পরিকল্পনা। নিশানায় শুধু কালো আর নীল রঙের ব্যাগ যেন ক্যামেরায় ধরা পড়লেও সন্দেহ না হয়।
ঘণ্টাখানেক পর, ট্রেন থামে। যাত্রীরা তখনও ঘুমন্ত। কিন্তু A-1 কোচে যাঁরা ছিলেন, তাঁদের পাঁচটি ব্যাগ উধাও। ভারতীয় রেলে অবাক করা কাণ্ড!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দু’দিনের মাথায় পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে ধরা পড়ে তিন অভিযুক্ত— অমিত কুমার (৩৭) করন কুমার (২৭) গৌরব (৩৩) ১২টি ব্যাগ, দুটি মোবাইল, ও ৪৭ হাজার টাকা নগদ উদ্ধার হয়। চতুর্থ অভিযুক্ত পুনীত মাহাতো (৩৮) ধরা পড়ে আনন্দ বিহার স্টেশন থেকে। তাঁর কাছ থেকে আরও ৪টি ব্যাগ উদ্ধার হয়। (Representational Image: AI Generated)
advertisement
advertisement
তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা কেবল কালো ও নীল ব্যাগই চুরি করত। কেন? কারণ নিজেরাও এই রঙের ব্যাগ নিয়ে চলত। ফলে CCTV ফুটেজে ব্যাগ দেখা গেলেও সন্দেহের অবকাশ থাকত না। রাত তিনটে থেকে ভোর চারটে—এই সময়টাকেই তারা টার্গেট করত। যাত্রীরা গভীর ঘুমে থাকেন, তাই সহজ হয়। (Representational Image: AI Generated)
advertisement
advertisement
তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে? গৌরব ২০১৯ সাল থেকে পলাতক এক মামলায়। অমিত ও করনের বিরুদ্ধে একটি করে মামলা নথিভুক্ত। আর পুনীতের বিরুদ্ধে আগে থেকেই ৫টি মামলা রয়েছে। এবারের ঘটনায় চারজনের বিরুদ্ধেই চুরির মামলা, এবং রেলওয়ে সুরক্ষা আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে পুলিশ। (Representational Image: AI Generated)