Dog Falls in Operation Theatre: অপারেশন চলছিল হাসপাতালের 'OT' রুমে, হঠাৎ ফলস সিলিং ভেঙে নার্সের ঘাড়ে পড়ল কুকুর! তারপর যা হল ভাবতে পারবেন না...

Last Updated:
Dog Falls in Operation Theatre: ধানবাদ রেল হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছিল অস্ত্রোপচার, ঠিক তখনই ছাদ ভেঙে পড়ল একটি কুকুর। নার্স আহত হন, অস্ত্রোপচার থেমে যায়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত জানুন...
1/8
ঝাড়খণ্ডের ধনবাদে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। ধনবাদ রেলওয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছিল অস্ত্রোপচার, ঠিক সেই সময় ফলস সিলিং ভেঙে পড়ল একটি কুকুর। এই ঘটনায় আহত হলেন এক নার্স এবং মাঝপথেই থামাতে হল অস্ত্রোপচার।
ঝাড়খণ্ডের ধনবাদে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। ধনবাদ রেলওয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছিল অস্ত্রোপচার, ঠিক সেই সময় ফলস সিলিং ভেঙে পড়ল একটি কুকুর। এই ঘটনায় আহত হলেন এক নার্স এবং মাঝপথেই থামাতে হল অস্ত্রোপচার। Image - Gemini
advertisement
2/8
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে। ওই সময় চিকিৎসক পি আর ঠাকুর একটি সার্জারি করছিলেন। হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে ছাদের এক বড় অংশ। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছিলেন সবাই৷
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে। ওই সময় চিকিৎসক পি আর ঠাকুর একটি সার্জারি করছিলেন। হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে ছাদের এক বড় অংশ। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছিলেন সবাই৷ Image - Gemini
advertisement
3/8
ছাদের ধ্বংসাবশেষের সঙ্গে সঙ্গে ওপর থেকে পড়ে যায় একটি রাস্তার কুকুর। সেটি গিয়ে পড়ে সরাসরি অস্ত্রোপচার টেবিলের একেবারে কাছাকাছি, যেখানে সেই মুহূর্তে একজন রোগীর ওপরে অস্ত্রোপচার চলছিল। টেবিলের উপরে পড়লেই বিরাট ক্ষতি হতে পারত৷
ছাদের ধ্বংসাবশেষের সঙ্গে সঙ্গে ওপর থেকে পড়ে যায় একটি রাস্তার কুকুর। সেটি গিয়ে পড়ে সরাসরি অস্ত্রোপচার টেবিলের একেবারে কাছাকাছি, যেখানে সেই মুহূর্তে একজন রোগীর ওপরে অস্ত্রোপচার চলছিল। টেবিলের উপরে পড়লেই বিরাট ক্ষতি হতে পারত৷ Image - Gemini
advertisement
4/8
এই দুর্ঘটনায় অঞ্জলি নামের এক অপারেশন থিয়েটার অ্যাটেনডেন্ট গুরুতর আহত হন। তাঁর কাঁধ এবং ঘাড়ে চোট লাগে।
এই দুর্ঘটনায় অঞ্জলি নামের এক অপারেশন থিয়েটার অ্যাটেনডেন্ট গুরুতর আহত হন। তাঁর কাঁধ এবং ঘাড়ে চোট লাগে। Image - Gemini
advertisement
5/8
এই অভূতপূর্ব ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে রোগীর আত্মীয়-স্বজন— সকলেই স্তব্ধ হয়ে যান। খুব সহজেই প্রাণঘাতী দুর্ঘটনা হতে পারত বলেই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
এই অভূতপূর্ব ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে রোগীর আত্মীয়-স্বজন— সকলেই স্তব্ধ হয়ে যান। খুব সহজেই প্রাণঘাতী দুর্ঘটনা হতে পারত বলেই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
advertisement
6/8
এই ঘটনার পর রেল হাসপাতালের ইঞ্জিনিয়ারিং বিভাগ পুরো এলাকা পরিদর্শন করে দেখে, যে বিল্ডিংয়ের ভেন্টিলেশন গ্যাপ দিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে কুকুরেরা উপরে উঠে আসত। ছাদ সেসব কুকুরের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে।
এই ঘটনার পর রেল হাসপাতালের ইঞ্জিনিয়ারিং বিভাগ পুরো এলাকা পরিদর্শন করে দেখে, যে বিল্ডিংয়ের ভেন্টিলেশন গ্যাপ দিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে কুকুরেরা উপরে উঠে আসত। ছাদ সেসব কুকুরের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে।
advertisement
7/8
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশন থিয়েটারের পাশেই আবর্জনার একটি স্তূপ রয়েছে, যেখান দিয়ে উঠে কুকুরটি ছাদের ওপর চলে গিয়েছিল। মনে করা হচ্ছে শুধু একটি কুকুর নয়, সেখানে আরও কিছু বাচ্চা কুকুরও থাকতে পারে। একটি কুকুর পড়ে যাওয়ার পরও ছাদে আরও কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশন থিয়েটারের পাশেই আবর্জনার একটি স্তূপ রয়েছে, যেখান দিয়ে উঠে কুকুরটি ছাদের ওপর চলে গিয়েছিল। মনে করা হচ্ছে শুধু একটি কুকুর নয়, সেখানে আরও কিছু বাচ্চা কুকুরও থাকতে পারে। একটি কুকুর পড়ে যাওয়ার পরও ছাদে আরও কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। AI Image
advertisement
8/8
এই ঘটনার সময় যখন পূর্ব-মধ্য রেলের ধনবাদ ডিভিশন তাদের ডায়মন্ড জুবিলি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন এমন একটি কাণ্ড গোটা হাসপাতালের পরিকাঠামোগত দুরবস্থাকেই সামনে নিয়ে এসেছে।
এই ঘটনার সময় যখন পূর্ব-মধ্য রেলের ধনবাদ ডিভিশন তাদের ডায়মন্ড জুবিলি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন এমন একটি কাণ্ড গোটা হাসপাতালের পরিকাঠামোগত দুরবস্থাকেই সামনে নিয়ে এসেছে।
advertisement
advertisement
advertisement