জিলিপি আর অমৃতির তফাত কী? জানেন কি? দুটোই তো দেখতে প্রায় একরকম!

Last Updated:
Difference between Jalebi and Imarti: কখনও ভেবে দেখেছেন জিলিপি আর অমৃতির মধ্যে পার্থক্য কী? দুটোই তো দেখতে প্রায় একইরকম। কিন্তু কিছু পার্থক্য রয়েছে, যা অনেকেই কিন্তু জানেন না।
1/6
কখনও ভেবে দেখেছেন জিলিপি আর অমৃতির পার্থক্য কী? দুটোই তো দেখতে প্রায় একইরকম।
কখনও ভেবে দেখেছেন জিলিপি আর অমৃতির পার্থক্য কী? দুটোই তো দেখতে প্রায় একইরকম।
advertisement
2/6
জিলিপি তৈরি হয় ময়দা দিয়ে। আর অমৃতি তৈরি করা হয় বিউলির ডাল থেকে।
জিলিপি তৈরি হয় ময়দা দিয়ে। আর অমৃতি তৈরি করা হয় বিউলির ডাল থেকে।
advertisement
3/6
অনেকেরই সকাল বাব বিকেল যে কোনও সময় জিলিপি খাওয়ার ইচ্ছে জাগে। তবে অমৃতি কিন্তু জিলিপির থেকে আকারে বড়।
অনেকেরই সকাল বাব বিকেল যে কোনও সময় জিলিপি খাওয়ার ইচ্ছে জাগে। তবে অমৃতি কিন্তু জিলিপির থেকে আকারে বড়।
advertisement
4/6
অমৃতির গড়ন হয় মোটা। জিলিপির গড়ন হয় সরু। এছাড়া রঙেও কিছুটা তফাত হয়।
অমৃতির গড়ন হয় মোটা। জিলিপির গড়ন হয় সরু। এছাড়া রঙেও কিছুটা তফাত হয়।
advertisement
5/6
অমৃতি তৈরিতে কিছুটা ঘি লাগে। তবে জিলিপি তৈরিতে তা লাগে না একেবারেই।
অমৃতি তৈরিতে কিছুটা ঘি লাগে। তবে জিলিপি তৈরিতে তা লাগে না একেবারেই।
advertisement
6/6
মনে করা হয় জিলিপির জন্ম ভারতে নয়। এই মিষ্টি এসেছে মধ্যপ্রাচ্য থেকে।
মনে করা হয় জিলিপির জন্ম ভারতে নয়। এই মিষ্টি এসেছে মধ্যপ্রাচ্য থেকে।
advertisement
advertisement
advertisement