কোট আর ব্লেজারর মধ্যে কি পার্থক্য, বলতে পারবেন ? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল

Last Updated:
কোট এবং ব্লেজার ভারতের মতো উষ্ণ ও আর্দ্র দেশে শীতকালেই এই পোশাকের কদর বাড়ে। এটা দেশীয় পোশাক নয়। তাই বেশির ভাগ মানুষই এই দুইয়ের পার্থক্য করতে পারেন না।
1/5
প্রতিদিন আমরা এমন অনেক শব্দ শুনি বা ব্যবহার করি, যেগুলি সম্পর্কে বিশেষ কিছুই জানি না। ওই সব শব্দ আমরা শুধু শুনে শুনেই ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাই। তাই অনেক সময় বেফাঁস কথা বলে ফেলার আশঙ্কাও থাকে।
প্রতিদিন আমরা এমন অনেক শব্দ শুনি বা ব্যবহার করি, যেগুলি সম্পর্কে বিশেষ কিছুই জানি না। ওই সব শব্দ আমরা শুধু শুনে শুনেই ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাই। তাই অনেক সময় বেফাঁস কথা বলে ফেলার আশঙ্কাও থাকে।
advertisement
2/5
এরকমই দু’টো শব্দের কথা আজ জেনে নেওয়া যাক। যাদের অর্থ প্রায় এক হলেও এক নয়। অথচ, এই দুয়ের ফারাক করতে পারেন না প্রায় ৯৯ শতাংশ মানুষই।
এরকমই দু’টো শব্দের কথা আজ জেনে নেওয়া যাক। যাদের অর্থ প্রায় এক হলেও এক নয়। অথচ, এই দুয়ের ফারাক করতে পারেন না প্রায় ৯৯ শতাংশ মানুষই।
advertisement
3/5
ভ্রমণের সময় হোটেল, মোটেল, রিসোর্টের মধ্যে পার্থক্য না করতে পারলে সমস্যা। আবার রেল ভ্রমণের সময় বগি এবং কোচের মধ্যে পার্থক্য না জানলেও মুশকিল। তেমনই কিছু পোশাক সম্পর্কেও আমাদের স্পষ্ট ধারণার অভাব রয়েছে। অনেক পোশাকই আমরা মনে করি এক, কিন্তু আসলে তারা ভিন্ন। এই যেমন কোট এবং ব্লেজার। ভারতের মতো উষ্ণ ও আর্দ্র দেশে শীতকালেই এই পোশাকের কদর বাড়ে। এটা দেশীয় পোশাক নয়। তাই বেশির ভাগ মানুষই এদুইয়ের পার্থক্য করতে পারেন না। 
ভ্রমণের সময় হোটেল, মোটেল, রিসোর্টের মধ্যে পার্থক্য না করতে পারলে সমস্যা। আবার রেল ভ্রমণের সময় বগি এবং কোচের মধ্যে পার্থক্য না জানলেও মুশকিল। তেমনই কিছু পোশাক সম্পর্কেও আমাদের স্পষ্ট ধারণার অভাব রয়েছে। অনেক পোশাকই আমরা মনে করি এক, কিন্তু আসলে তারা ভিন্ন। এই যেমন কোট এবং ব্লেজার। ভারতের মতো উষ্ণ ও আর্দ্র দেশে শীতকালেই এই পোশাকের কদর বাড়ে। এটা দেশীয় পোশাক নয়। তাই বেশির ভাগ মানুষই এদুইয়ের পার্থক্য করতে পারেন না। 
advertisement
4/5
অনলাইন প্ল্যাটফর্ম Quora-তে, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন একটি কোট এবং একটি ব্লেজারের মধ্যে পার্থক্য কী?প্রশ্নের উত্তরে, অনেক ব্যবহারকারী পার্থক্য ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই সব উত্তর থেকে যেসব পয়েন্ট উঠে এসেছে, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ। যেমন, কোট এবং ব্লেজারের মধ্যে মৌলিক পার্থক্য হল যে কোট একটি স্যুটের একটি অংশ। অর্থাৎ এর সঙ্গে প্যান্টও থাকে। অন্যদিকে ব্লেজার আলাদা ভাবে কেনা যেতে পারে। সেটি যেকোনও প্যান্ট জিন্সের সঙ্গে মিলিয়ে পরা যেতে পারে। ব্লেজার যেকোনও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় জায়গায় পরা যেতে পারে। কোট একটি স্যুট হিসেবে গৃহীত হয়। অনেক বেশি আনুষ্ঠানিক পরিধান।
অনলাইন প্ল্যাটফর্ম Quora-তে, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন একটি কোট এবং একটি ব্লেজারের মধ্যে পার্থক্য কী?প্রশ্নের উত্তরে, অনেক ব্যবহারকারী পার্থক্য ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই সব উত্তর থেকে যেসব পয়েন্ট উঠে এসেছে, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ। যেমন, কোট এবং ব্লেজারের মধ্যে মৌলিক পার্থক্য হল যে কোট একটি স্যুটের একটি অংশ। অর্থাৎ এর সঙ্গে প্যান্টও থাকে। অন্যদিকে ব্লেজার আলাদা ভাবে কেনা যেতে পারে। সেটি যেকোনও প্যান্ট জিন্সের সঙ্গে মিলিয়ে পরা যেতে পারে। ব্লেজার যেকোনও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় জায়গায় পরা যেতে পারে। কোট একটি স্যুট হিসেবে গৃহীত হয়। অনেক বেশি আনুষ্ঠানিক পরিধান।
advertisement
5/5
শুধু তাই নয়, সাধারণত কোট বা স্যুট গাঢ় রঙের হয়ে থাকে। ব্লেজার যেকোনও রঙের হতে পারে। কোট সাধারণত টেরি এবং উলেন টেক্সটাইলে তৈরি হয়। ব্লেজার কোনও কাপড়ের হতে পারে— লিনেন, কটন বা কাউড্রা।
শুধু তাই নয়, সাধারণত কোট বা স্যুট গাঢ় রঙের হয়ে থাকে। ব্লেজার যেকোনও রঙের হতে পারে। কোট সাধারণত টেরি এবং উলেন টেক্সটাইলে তৈরি হয়। ব্লেজার কোনও কাপড়ের হতে পারে— লিনেন, কটন বা কাউড্রা।
advertisement
advertisement
advertisement