জন্ম কলকাতায়, এখন শান্তির বার্তা নিয়ে আমেরিকার রাস্তায় ঘুরছে এই পথকুকুর! কীভাবে সম্ভব হল এই জার্নি, হার মানাবে সিনেমাকেও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তার নাম অলোকা! জন্ম কলকাতার রাস্তায়। কিন্তু, তাঁর জীবনের উদ্দেশ্য একেবারেই অন্যরকমের।
কিন্তু, জানেন কী কীভাবে ১৯ জন বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে জুড়ে গেল এই পথকুকুরটি?
বিভিন্ন সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের পেজে দাবি করা হয়েছে, কলকাতার রাস্তায় আর পাঁচটা পথকুকুরের মতোই ঘুরে বেড়াত সে।
advertisement
advertisement
advertisement
ঠান্ডা, গরম, রোদ-বৃষ্টি কোনও কিছুই আটকাতে পারেনি অলোকাকে। প্রথমে হয়তো বৌদ্ধ ভিক্ষুরা ভেবেছিলেন যে কুকুরটি কিছুদূর গিয়ে ফিরে আসবে।কিন্তু, না... বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে শুরু করে অলোকা।প্রথমে অবশ্য তার কোনও নাম ছিল না। ভিক্ষুকেরাই তার নাম দেয় অলোকা। শব্দটি পালি থেকে এসেছে, যার অর্থ আলো। ১১২ দিনে ভারত ভ্রমণ শেষ। এবার লক্ষ্য পশ্চিম। অলোকাকে আর ছাড়তে চাইলেন না ভিক্ষুকরা। পদব্রজে আমেরিকা সফরের সঙ্গী হল সে-ও।
advertisement
advertisement
সারা রাস্তায় কখনও অলোকা হাঁটছে, কখনও বিশ্রাম নিচ্ছে। কখনও খেলে বেড়াচ্ছে। সমাজমাধ্যমে অলোকার ফলোয়ার্স সাড়ে তিন লাখের বেশি। সেখানে তার নানা ছবি, ভিডিয়ো পোস্ট করা হয় নিয়মিত। লাইক-কমেন্ট আসে হাজার হাজার। পথে-প্রান্তরে যেখানে মানুষ জেনেছে অলোকারা আসছে, সবাই ছুটে এসেছে। অলোকার যাতে অসুবিধা না হয় সেজন্য ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতে সে কম চড়ে। সাধুদের সঙ্গে হেঁটে বেড়ায় বেশি।






