জন্ম কলকাতায়, এখন শান্তির বার্তা নিয়ে আমেরিকার রাস্তায় ঘুরছে এই পথকুকুর! কীভাবে সম্ভব হল এই জার্নি, হার মানাবে সিনেমাকেও

Last Updated:
তার নাম অলোকা! জন্ম কলকাতার রাস্তায়। কিন্তু, তাঁর জীবনের উদ্দেশ্য একেবারেই অন্যরকমের। কিন্তু, জানেন কী কীভাবে ১৯ জন বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে জুড়ে গেল এই পথকুকুরটি? বিভিন্ন সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের পেজে দাবি করা হয়েছে, কলকাতার রাস্তায় আর পাঁচটা পথকুকুরের মতোই ঘুরে বেড়াত সে।
1/6
 পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য থেকে কুকুরদের ইঞ্জেকশন দিয়ে নির্বিচারে মেরে ফেলা কিংবা তাদের মারধরের ঘটনা কিন্তু নতুন নয়। তবে এই অলোকা নামের পথকুকুরকে নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল। কলকাতা থেকে আমেরিকায় পাড়ি দিয়েছে এই পথকুকুর, শান্তির বার্তা ছড়িয়ে দিতে।
পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য থেকে কুকুরদের ইঞ্জেকশন দিয়ে নির্বিচারে মেরে ফেলা কিংবা তাদের মারধরের ঘটনা কিন্তু নতুন নয়। তবে এই অলোকা নামের পথকুকুরকে নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল। কলকাতা থেকে আমেরিকায় পাড়ি দিয়েছে এই পথকুকুর, শান্তির বার্তা ছড়িয়ে দিতে।
advertisement
2/6
 তার নাম অলোকা! জন্ম কলকাতার রাস্তায়। কিন্তু, তাঁর জীবনের উদ্দেশ্য একেবারেই অন্যরকমের।<br />কিন্তু, জানেন কী কীভাবে ১৯ জন বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে জুড়ে গেল এই পথকুকুরটি?<br />বিভিন্ন সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের পেজে দাবি করা হয়েছে, কলকাতার রাস্তায় আর পাঁচটা পথকুকুরের মতোই ঘুরে বেড়াত সে।
তার নাম অলোকা! জন্ম কলকাতার রাস্তায়। কিন্তু, তাঁর জীবনের উদ্দেশ্য একেবারেই অন্যরকমের।কিন্তু, জানেন কী কীভাবে ১৯ জন বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে জুড়ে গেল এই পথকুকুরটি?বিভিন্ন সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের পেজে দাবি করা হয়েছে, কলকাতার রাস্তায় আর পাঁচটা পথকুকুরের মতোই ঘুরে বেড়াত সে।
advertisement
3/6
 কারও বাড়িতে আশ্রয় ছিল না। আস্তাকুঁড় থেকে খাবার খেত। কিন্তু হঠাৎই সব বদলে যায়। ভারতে ঘুরতে ঘুরতে বৌদ্ধ ভিক্ষুদের ওই দল কয়েক মাস আগে কুকুরটির সঙ্গ পান কলকাতার রাস্তায়।<br />এর মধ্যেই ১১২ দিনের পদযাত্রার মধ্যে কলকাতায় বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে পথচলা শুরু হয় অলোকার। তখন অবশ্য তাঁর নাম অলোকা হয়নি।
কারও বাড়িতে আশ্রয় ছিল না। আস্তাকুঁড় থেকে খাবার খেত। কিন্তু হঠাৎই সব বদলে যায়। ভারতে ঘুরতে ঘুরতে বৌদ্ধ ভিক্ষুদের ওই দল কয়েক মাস আগে কুকুরটির সঙ্গ পান কলকাতার রাস্তায়।এর মধ্যেই ১১২ দিনের পদযাত্রার মধ্যে কলকাতায় বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে পথচলা শুরু হয় অলোকার। তখন অবশ্য তাঁর নাম অলোকা হয়নি।
advertisement
4/6
 ঠান্ডা, গরম, রোদ-বৃষ্টি কোনও কিছুই আটকাতে পারেনি অলোকাকে। প্রথমে হয়তো বৌদ্ধ ভিক্ষুরা ভেবেছিলেন যে কুকুরটি কিছুদূর গিয়ে ফিরে আসবে।<br />কিন্তু, না... বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে শুরু করে অলোকা।<br />প্রথমে অবশ্য তার কোনও নাম ছিল না। ভিক্ষুকেরাই তার নাম দেয় অলোকা। শব্দটি পালি থেকে এসেছে, যার অর্থ আলো। ১১২ দিনে ভারত ভ্রমণ শেষ। এবার লক্ষ্য পশ্চিম। অলোকাকে আর ছাড়তে চাইলেন না ভিক্ষুকরা। পদব্রজে আমেরিকা সফরের সঙ্গী হল সে-ও।
ঠান্ডা, গরম, রোদ-বৃষ্টি কোনও কিছুই আটকাতে পারেনি অলোকাকে। প্রথমে হয়তো বৌদ্ধ ভিক্ষুরা ভেবেছিলেন যে কুকুরটি কিছুদূর গিয়ে ফিরে আসবে।কিন্তু, না... বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে শুরু করে অলোকা।প্রথমে অবশ্য তার কোনও নাম ছিল না। ভিক্ষুকেরাই তার নাম দেয় অলোকা। শব্দটি পালি থেকে এসেছে, যার অর্থ আলো। ১১২ দিনে ভারত ভ্রমণ শেষ। এবার লক্ষ্য পশ্চিম। অলোকাকে আর ছাড়তে চাইলেন না ভিক্ষুকরা। পদব্রজে আমেরিকা সফরের সঙ্গী হল সে-ও।
advertisement
5/6
 অক্টোবরের ২৬ তারিখ টেক্সাস থেকে শুরু হ‌ওয়া পদযাত্রা আমেরিকার ১০ টি প্রদেশ ঘুরে ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে শেষ হয় এই যাত্রা। ২৩০০ মাইল হেঁটেছেন তাঁরা, সঙ্গে অলোকাও।
অক্টোবরের ২৬ তারিখ টেক্সাস থেকে শুরু হ‌ওয়া পদযাত্রা আমেরিকার ১০ টি প্রদেশ ঘুরে ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে শেষ হয় এই যাত্রা। ২৩০০ মাইল হেঁটেছেন তাঁরা, সঙ্গে অলোকাও।
advertisement
6/6
 সারা রাস্তায় কখন‌ও অলোকা হাঁটছে, কখন‌ও বিশ্রাম নিচ্ছে। কখন‌ও খেলে বেড়াচ্ছে। সমাজমাধ্যমে অলোকার ফলোয়ার্স সাড়ে তিন লাখের বেশি। সেখানে তার নানা ছবি, ভিডিয়ো পোস্ট করা হয় নিয়মিত। লাইক-কমেন্ট আসে হাজার হাজার। পথে-প্রান্তরে যেখানে মানুষ জেনেছে অলোকারা আসছে, সবাই ছুটে এসেছে। অলোকার যাতে অসুবিধা না হয় সেজন্য ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতে সে কম চড়ে। সাধুদের সঙ্গে হেঁটে বেড়ায় বেশি।
সারা রাস্তায় কখন‌ও অলোকা হাঁটছে, কখন‌ও বিশ্রাম নিচ্ছে। কখন‌ও খেলে বেড়াচ্ছে। সমাজমাধ্যমে অলোকার ফলোয়ার্স সাড়ে তিন লাখের বেশি। সেখানে তার নানা ছবি, ভিডিয়ো পোস্ট করা হয় নিয়মিত। লাইক-কমেন্ট আসে হাজার হাজার। পথে-প্রান্তরে যেখানে মানুষ জেনেছে অলোকারা আসছে, সবাই ছুটে এসেছে। অলোকার যাতে অসুবিধা না হয় সেজন্য ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতে সে কম চড়ে। সাধুদের সঙ্গে হেঁটে বেড়ায় বেশি।
advertisement
advertisement
advertisement