♦ ভক্তগণ যদি মঙ্গলবার হনুমানজির পুজো করতে পারেন, তাহলে কাঙ্খিত ফল তাড়াতাড়ি পাবেন ৷ কোনও ভক্ত যদি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে বজরংবলীর পুজো করেন, তবে তার সমস্ত দুঃখ-কষ্ট দূরীভূত হবে ৷ এছাড়া শাস্ত্রে বলা আছে কোনও স্ত্রী যদি মঙ্গলবার সন্ধ্যায় নিয়ম মেনে কিছু কাজ করেন, তবে নাকি সংসারে টাকার দরজা খুলে যাবে ৷
♦ কোনও মহিলা যদি মঙ্গলবার সন্ধ্যায় পাঁচটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্য রাখতে হবে যে প্রদীপের মুখগুলো যেন উত্তর দিকে থাকে ৷ বলা হয় মা লক্ষ্মী ও কুবের দেবের দিক হল উত্তর দিক ৷ প্রদীপ জ্বালানোর আগে হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির কাছে আপনার স্বামীর মঙ্গল কামনা করুন ৷ পরেরদিন সকালে প্রদীপের বেঁচে যাওয়া তেল স্বামীর গায়ে মালিশ করে দেবেন ৷ বলা হয় এতে আপনার স্বামীর আর্থিক উপার্জন কয়েকগুণ বেড়ে যাবে ৷