টানা পাঁচ-পাঁচদিন ছুটি...! অক্টোবরে কবে থেকে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? জানুন ছুটির তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
October School Holidays: দুর্গাপুজোর পর এবার ফের একবার উৎসবের আমেজে ভাসতে চলেছে গোটা দেশ। ছোট থেকে বড় সকলেই তাই উৎসুক জানতে ছুটি আবার কবে? কোন কোন দিন বন্ধ থাকে স্কুল? আসুন এই এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেশের বিভিন্ন প্রান্তে কোথায়, কবে ও কতদিন স্কুল বন্ধ থাকবে?
দুর্গাপুজোর পর এবার ফের একবার উৎসবের আমেজে ভাসতে চলেছে গোটা দেশ। ছোট থেকে বড় সকলেই তাই উৎসুক জানতে ছুটি আবার কবে? কোন কোন দিন বন্ধ থাকে স্কুল? আসুন এই এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেশের বিভিন্ন প্রান্তে কোথায়, কবে ও কতদিন স্কুল বন্ধ থাকবে?
advertisement
২০২৫ সালের অক্টোবর মাসটি বাচ্চাদের মতোই বড়দের জন্যও দুর্দান্ত সুযোগ। কারণ পড়ুয়াদের স্কুল বন্ধ থাকলে খুশির হাওয়া ছড়িয়ে পরে গোটা পরিবারে। বাবা-মায়েরা ঝটপট বানিয়ে ফেলতে পারেন বেড়ানোর প্ল্যান।
advertisement
ছোটদের ছুটি তাদের বাবা-মায়ের জন্য সুখবর বয়ে আনে। কারণ এই অক্টোবর মাসেই অসংখ্য উৎসব পালিত হয়, যার ফলে অসংখ্য ছুটির দিন আসে ঝুলিতে, বিশেষ করে দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে দেশের একাধিক জায়গায় থাকে ছুটি।
advertisement
দীপাবলির জন্য বেশ কয়েকটি রাজ্যে স্কুল টানা ৫-৬ দিন বন্ধ থাকবে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থান। এখানকার স্কুলগুলি ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর, ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।
advertisement
এই পাঁচ দিনের ছুটির মধ্যে রয়েছে, ছোট দিওয়ালির ছুটি, দীপাবলির ছুটি, গোবর্ধন পূজার ছুটি এবং ভাইফোঁটার ছুটি। তবে, স্কুল এবং জেলার উপর নির্ভর করে এই তারিখগুলি সামান্য পরিবর্তিত হতে পারে। অতএব, অভিভাবকদের তাদের সন্তানদের স্কুলের বিষয়ে নিশ্চিত হতে সমস্ত ছুটির সঠিক বিবরণের জন্য যোগাযোগ করা উচিত।
advertisement
ছটপুজোর ছুটি : উল্লেখ্য যে এই বিশেষ উৎসবটি উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে পালিত হয়। তাই, শুধুমাত্র এই রাজ্যগুলির কিছু শহরে ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ থাকতে পারে।
advertisement