একঘরে ৩ জন! ২ স্বামীকে একসঙ্গে কী ভাবে সামলান? শান্তভাবে স্ত্রী বললেন, 'আমি ঠিক...'!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Wife And Her 2 Husbands: এক মহিলার দুই স্বামী! গলায় দুই মঙ্গলসূত্র, কী ভাবে স্বামীদের সামলান এই মহিলা? প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য!
advertisement
আপনি হয়তো আরমান মালিকের নাম শুনেছেন। বিগ বস-এ অংশগ্রহণ করার পর থেকে আরমান মালিক পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি মূলত দুই স্ত্রীর থাকার জন্য চর্চায় এসেছিলেন। এবার দেওরিয়ার এক মহিলার কাহিনি আলোচনায় এসেছে, যিনি একসঙ্গে দুই স্বামীর সঙ্গে বসবাস করেন। মহিলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভাইরাল হয়েছে।
advertisement
ভারতের বিবাহ প্রথা অনুযায়ী বিয়েকে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, বিবাহ সাত জন্মের বন্ধন এবং একজন ব্যক্তি আইনত একবারই বিবাহ করতে পারেন। কিন্তু দেওরিয়ার এই মহিলা এই নিয়ম অমান্য করে একসঙ্গে দু'বার বিবাহ করেছেন এবং দুই স্বামীর সঙ্গে একই বাড়িতে বসবাস করেন।
advertisement
advertisement
advertisement
advertisement