Viral news: হোটেলের ঘরে দুজনে মিলে জানলার পর্দা না টেনেই শুরু ‘খেলা’! দেখতে রাস্তায় গাড়ির লাইন, রাস্তা জ্যাম

Last Updated:
Viral news: জয়পুরের হোটেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে হোটেলের রুমের ভিতরে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে, যা সমাজমাধ্যমে ভাইরাল।
1/5
জয়পুরের হোটেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে হোটেলের রুমের ভিতরে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে, যা সমাজমাধ্যমে ভাইরাল। জয়পুরের একটি পাঁচতারা হোটেলে ওই ঘটনাটি ঘটেছে।
জয়পুরের হোটেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে হোটেলের রুমের ভিতরে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে, যা সমাজমাধ্যমে ভাইরাল। জয়পুরের একটি পাঁচতারা হোটেলে ওই ঘটনাটি ঘটেছে।
advertisement
2/5
ভিডিওতে দুজনের মুখ স্পষ্ট ভাবে বোঝা না গেলেও, ভালই বোঝা গিয়েছে সেই যুগল কী করছিলেন। তবে দম্পতির গোপনীয়তা রক্ষার জন্য, ওই ভিডিওটি আমরা শেয়ার করছি না। representative image
ভিডিওতে দুজনের মুখ স্পষ্ট ভাবে বোঝা না গেলেও, ভালই বোঝা গিয়েছে সেই যুগল কী করছিলেন। তবে দম্পতির গোপনীয়তা রক্ষার জন্য, ওই ভিডিওটি আমরা শেয়ার করছি না। representative image
advertisement
3/5
ভিডিওটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই, ইন্টারনেটে মানুষ এই ধরনের কন্টেন্ট শেয়ার করার বিষয়ে দ্বিধা বিভক্ত। কেউ কেউ বলেলেন যে দম্পতিকে তাদের গোপনীয়তা এবং শালীনতার জন্য পর্দা টানা উচিত ছিল, অনেকে আবার ভিডিও রেকর্ড করার জন্য পথচারীদের সমালোচনা করেছেন। representative image
ভিডিওটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই, ইন্টারনেটে মানুষ এই ধরনের কন্টেন্ট শেয়ার করার বিষয়ে দ্বিধা বিভক্ত। কেউ কেউ বলেলেন যে দম্পতিকে তাদের গোপনীয়তা এবং শালীনতার জন্য পর্দা টানা উচিত ছিল, অনেকে আবার ভিডিও রেকর্ড করার জন্য পথচারীদের সমালোচনা করেছেন। representative image
advertisement
4/5
ওই হোটেলের নাম হলিডে ইন। জানলার পর্দা না টেনেই যৌনতায় মত্ত হয়েছিলেন ওই যুগল। তাদের দেখতেই রাস্তায় গাড়ির যানজট শুরু হয়ে যায়। অনেকে ভিডিও তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। representative image
ওই হোটেলের নাম হলিডে ইন। জানলার পর্দা না টেনেই যৌনতায় মত্ত হয়েছিলেন ওই যুগল। তাদের দেখতেই রাস্তায় গাড়ির যানজট শুরু হয়ে যায়। অনেকে ভিডিও তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। representative image
advertisement
5/5
তবে সেই দম্পতি সেই সব নিয়ে খুব একটা মাথা ঘামাননি, তাঁরা নির্দ্বিধায় নিজেদের কাজ সম্পন্ন করেন, তাদের দৃষ্টি রাস্তায় অনেকে উপভোগও করেন। representative image
তবে সেই দম্পতি সেই সব নিয়ে খুব একটা মাথা ঘামাননি, তাঁরা নির্দ্বিধায় নিজেদের কাজ সম্পন্ন করেন, তাদের দৃষ্টি রাস্তায় অনেকে উপভোগও করেন। representative image
advertisement
advertisement
advertisement