Cobra: কেউটে সাপের মুখে পড়লে কী করবেন? মাথা ঠান্ডা রেখে এই কাজ করতে পারলে তবেই প্রাণে বাঁচবেন

Last Updated:
Cobra: দেশে যে সব বিষধর সাপ দেখা যায়, তার মধ্যে সংখ্যায় সর্বাধিক কেউটে বা কোবরা। মানুষ দেখলে এরা মোটেও পালিয়ে যায় না, বরং ফণা তুলে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে থাকে। একবার ছোবল দিলেই বিষ ছড়িয়ে পড়ে শরীরে, কয়েক মিনিটের মধ্যে মৃত্যু অনিবার্য।
1/11
মহাভারতে আছে, রাজা জনমেজয়ের সর্পযজ্ঞ আটকানোর জন্য কৃতজ্ঞচিত্তে সাপেরা কথা দিয়েছিল ঋষি আস্তীককে, যদি কেউ মুখোমুখি হয়ে তাঁর নাম উচ্চারণ করেন, তাহলে সাপেরা তাঁকে দংশন করবে না! এই জন্য এখনও পুরনো দিনের মানুষদের সন্ধ্যেবেলায় আস্তীক, আস্তীক বলতে শোনা যায়। তবে, এই লোকবিশ্বাস বাদ দিলে বিষাক্ত সাপের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবশ্যই জেনে রাখা উচিত।
মহাভারতে আছে, রাজা জনমেজয়ের সর্পযজ্ঞ আটকানোর জন্য কৃতজ্ঞচিত্তে সাপেরা কথা দিয়েছিল ঋষি আস্তীককে, যদি কেউ মুখোমুখি হয়ে তাঁর নাম উচ্চারণ করেন, তাহলে সাপেরা তাঁকে দংশন করবে না! এই জন্য এখনও পুরনো দিনের মানুষদের সন্ধ্যেবেলায় আস্তীক, আস্তীক বলতে শোনা যায়। তবে, এই লোকবিশ্বাস বাদ দিলে বিষাক্ত সাপের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবশ্যই জেনে রাখা উচিত।
advertisement
2/11
ভারত গ্রীষ্মমণ্ডলীয় দেশ। এই দেশে যেখানে সেখানে প্রচুর পরিমাণে সাপ চোখে পড়ে। তাদের মধ্যে কেউটে, শঙ্খচূড় ইত্যাদি বিষধর সাপ যেমন আছে, তেমনই আছে জলঢোঁড়ার মতো নির্বিষ সাপও। নির্বিষ সাপকে ভয় নেই, তবে বিপদ বিষধরকে নিয়েই! খাদ্যের সন্ধানে অথবা গরমের হাত থেকে বাঁচতে এরা প্রায়ই মানুষের ঘরে ঢুকে পড়ে।
ভারত গ্রীষ্মমণ্ডলীয় দেশ। এই দেশে যেখানে সেখানে প্রচুর পরিমাণে সাপ চোখে পড়ে। তাদের মধ্যে কেউটে, শঙ্খচূড় ইত্যাদি বিষধর সাপ যেমন আছে, তেমনই আছে জলঢোঁড়ার মতো নির্বিষ সাপও। নির্বিষ সাপকে ভয় নেই, তবে বিপদ বিষধরকে নিয়েই! খাদ্যের সন্ধানে অথবা গরমের হাত থেকে বাঁচতে এরা প্রায়ই মানুষের ঘরে ঢুকে পড়ে।
advertisement
3/11
দেশে যে সব বিষধর সাপ দেখা যায়, তার মধ্যে সংখ্যায় সর্বাধিক কেউটে বা কোবরা। মানুষ দেখলে এরা মোটেও পালিয়ে যায় না, বরং ফণা তুলে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে থাকে। একবার ছোবল দিলেই বিষ ছড়িয়ে পড়ে শরীরে, কয়েক মিনিটের মধ্যে মৃত্যু অনিবার্য।
দেশে যে সব বিষধর সাপ দেখা যায়, তার মধ্যে সংখ্যায় সর্বাধিক কেউটে বা কোবরা। মানুষ দেখলে এরা মোটেও পালিয়ে যায় না, বরং ফণা তুলে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে থাকে। একবার ছোবল দিলেই বিষ ছড়িয়ে পড়ে শরীরে, কয়েক মিনিটের মধ্যে মৃত্যু অনিবার্য।
advertisement
4/11
মৃত্যুদূতের মতো এ হেন কেউটের মুখে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হয়, সেটা তাই জেনে রাখা দরকার! এ রকম পরিস্থিতি থেকে কীভাবে নিরাপদে বেরিয়ে আসতে হয়, সেই কৌশল আয়ত্ত করা দরকার, নিদেনপক্ষে তা মাথায় রাখা দরকার!
মৃত্যুদূতের মতো এ হেন কেউটের মুখে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হয়, সেটা তাই জেনে রাখা দরকার! এ রকম পরিস্থিতি থেকে কীভাবে নিরাপদে বেরিয়ে আসতে হয়, সেই কৌশল আয়ত্ত করা দরকার, নিদেনপক্ষে তা মাথায় রাখা দরকার!
advertisement
5/11
সবার প্রথমে মন থেকে ভয় তাড়াতে হবে। তা সহজ ব্যাপার নয় ঠিকই! তবে, ভয় পেয়ে নড়াচড়া করলে সাপ ভাববে যে তাকে আক্রমণ করা হবে। তখনই আর দেরি না করে সে ছোবল মারবে। তাই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এতে সাপের বিপদের ভয় কাটবে।
সবার প্রথমে মন থেকে ভয় তাড়াতে হবে। তা সহজ ব্যাপার নয় ঠিকই! তবে, ভয় পেয়ে নড়াচড়া করলে সাপ ভাববে যে তাকে আক্রমণ করা হবে। তখনই আর দেরি না করে সে ছোবল মারবে। তাই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এতে সাপের বিপদের ভয় কাটবে।
advertisement
6/11
তবে, এই স্থির হয়ে দাঁড়িয়ে থাকার সময়ে সাপের চোখের দিকে তাকানো চলবে না! এতেও সাপের মনে হতে পারে যে তাকে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। তাই মাথা নিচু করে স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তার খুব ধীরে ধীরে এক পা, এক পা করে পিছিয়ে আসতে হবে।
তবে, এই স্থির হয়ে দাঁড়িয়ে থাকার সময়ে সাপের চোখের দিকে তাকানো চলবে না! এতেও সাপের মনে হতে পারে যে তাকে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। তাই মাথা নিচু করে স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তার খুব ধীরে ধীরে এক পা, এক পা করে পিছিয়ে আসতে হবে।
advertisement
7/11
কেউটে কেবল তখনই কামড়ায়, যখন পালানোর কোনও সম্ভাবনা থাকে না। তাই সাপের চলে যাওয়ার রাস্তা খোলা রাখতে হবে। আক্রমণ করা বা ধরে রাখা বিপজ্জনক। আঘাত করতে গেলেই সে ছোবল দিতে পারে। তাই তাকে চলে যেতে দিতে হবে, না গেলে সাপ ধরার বিশেষজ্ঞকে ডাকতে হবে।
কেউটে কেবল তখনই কামড়ায়, যখন পালানোর কোনও সম্ভাবনা থাকে না। তাই সাপের চলে যাওয়ার রাস্তা খোলা রাখতে হবে। আক্রমণ করা বা ধরে রাখা বিপজ্জনক। আঘাত করতে গেলেই সে ছোবল দিতে পারে। তাই তাকে চলে যেতে দিতে হবে, না গেলে সাপ ধরার বিশেষজ্ঞকে ডাকতে হবে।
advertisement
8/11
কেউটে বেশ কিছুটা দূর থেকেও কামড়াতে পারে। এটি তার দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ পর্যন্ত লাফ দিতে পারে। এ জন্য সাপ থেকে কমপক্ষে ৬ থেকে ৮ ফুট দূরে থাকা উচিত। যদি সে রেগে থাকে, ধীরে ধীরে আরও খানিকটা পিছিয়ে যাওয়া উচিত হবে।
কেউটে বেশ কিছুটা দূর থেকেও কামড়াতে পারে। এটি তার দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ পর্যন্ত লাফ দিতে পারে। এ জন্য সাপ থেকে কমপক্ষে ৬ থেকে ৮ ফুট দূরে থাকা উচিত। যদি সে রেগে থাকে, ধীরে ধীরে আরও খানিকটা পিছিয়ে যাওয়া উচিত হবে।
advertisement
9/11
তার পরেও যদি সাপে ছোবল দেয়? আতঙ্কিত হলে চলবে না, কেন না, ভয়ের কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। কামড়ানো হাত বা পা হৃদপিণ্ডের সমান উচ্চতায় স্থির রাখতে হবে। মুখ দিয়ে বিষ তোলার চেষ্টা করে বা ক্ষতস্থানের চারপাশে শক্ত করে কিছু বেঁধে কোনও লাভ নেই। বরং, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম ইনজেকশন নিতে হবে।
তার পরেও যদি সাপে ছোবল দেয়? আতঙ্কিত হলে চলবে না, কেন না, ভয়ের কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। কামড়ানো হাত বা পা হৃদপিণ্ডের সমান উচ্চতায় স্থির রাখতে হবে। মুখ দিয়ে বিষ তোলার চেষ্টা করে বা ক্ষতস্থানের চারপাশে শক্ত করে কিছু বেঁধে কোনও লাভ নেই। বরং, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম ইনজেকশন নিতে হবে।
advertisement
10/11
বাড়িতে যাতে সাপ ঢুকতে না পারে সেজন্য কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত। ঘরের চারপাশের আবর্জনা পরিষ্কার করতে হবে। নিশ্চিত করতে যে ইঁদুর যেন ঢুকতে না পারে। ইঁদুর ধরার জন্যই বেশিরভাগ সময়ে সাপর মানুষের ঘরে ঢোকে। সাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য দেয়াল, দরজা বা বেড়ায় কোনও ফাঁক বা গর্ত না থাকে তা নিশ্চিত করতে হবে। সাপ যেখানে বিচরণ করে সেখানে সাবধানে হাঁটতে হবে, বিশেষ করে রাতে। এই সময়ে সঙ্গে টর্চ রাখা এবং মজবুত জুতো পরে থাকা বাঞ্ছনীয়।
বাড়িতে যাতে সাপ ঢুকতে না পারে সেজন্য কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত। ঘরের চারপাশের আবর্জনা পরিষ্কার করতে হবে। নিশ্চিত করতে যে ইঁদুর যেন ঢুকতে না পারে। ইঁদুর ধরার জন্যই বেশিরভাগ সময়ে সাপর মানুষের ঘরে ঢোকে। সাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য দেয়াল, দরজা বা বেড়ায় কোনও ফাঁক বা গর্ত না থাকে তা নিশ্চিত করতে হবে। সাপ যেখানে বিচরণ করে সেখানে সাবধানে হাঁটতে হবে, বিশেষ করে রাতে। এই সময়ে সঙ্গে টর্চ রাখা এবং মজবুত জুতো পরে থাকা বাঞ্ছনীয়।
advertisement
11/11
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement