Cobra: কেউটে সাপের মুখে পড়লে কী করবেন? মাথা ঠান্ডা রেখে এই কাজ করতে পারলে তবেই প্রাণে বাঁচবেন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Cobra: দেশে যে সব বিষধর সাপ দেখা যায়, তার মধ্যে সংখ্যায় সর্বাধিক কেউটে বা কোবরা। মানুষ দেখলে এরা মোটেও পালিয়ে যায় না, বরং ফণা তুলে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে থাকে। একবার ছোবল দিলেই বিষ ছড়িয়ে পড়ে শরীরে, কয়েক মিনিটের মধ্যে মৃত্যু অনিবার্য।
মহাভারতে আছে, রাজা জনমেজয়ের সর্পযজ্ঞ আটকানোর জন্য কৃতজ্ঞচিত্তে সাপেরা কথা দিয়েছিল ঋষি আস্তীককে, যদি কেউ মুখোমুখি হয়ে তাঁর নাম উচ্চারণ করেন, তাহলে সাপেরা তাঁকে দংশন করবে না! এই জন্য এখনও পুরনো দিনের মানুষদের সন্ধ্যেবেলায় আস্তীক, আস্তীক বলতে শোনা যায়। তবে, এই লোকবিশ্বাস বাদ দিলে বিষাক্ত সাপের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবশ্যই জেনে রাখা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তার পরেও যদি সাপে ছোবল দেয়? আতঙ্কিত হলে চলবে না, কেন না, ভয়ের কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। কামড়ানো হাত বা পা হৃদপিণ্ডের সমান উচ্চতায় স্থির রাখতে হবে। মুখ দিয়ে বিষ তোলার চেষ্টা করে বা ক্ষতস্থানের চারপাশে শক্ত করে কিছু বেঁধে কোনও লাভ নেই। বরং, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম ইনজেকশন নিতে হবে।
advertisement
বাড়িতে যাতে সাপ ঢুকতে না পারে সেজন্য কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত। ঘরের চারপাশের আবর্জনা পরিষ্কার করতে হবে। নিশ্চিত করতে যে ইঁদুর যেন ঢুকতে না পারে। ইঁদুর ধরার জন্যই বেশিরভাগ সময়ে সাপর মানুষের ঘরে ঢোকে। সাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য দেয়াল, দরজা বা বেড়ায় কোনও ফাঁক বা গর্ত না থাকে তা নিশ্চিত করতে হবে। সাপ যেখানে বিচরণ করে সেখানে সাবধানে হাঁটতে হবে, বিশেষ করে রাতে। এই সময়ে সঙ্গে টর্চ রাখা এবং মজবুত জুতো পরে থাকা বাঞ্ছনীয়।
advertisement