Bright Light near Moon: চাঁদের পাশে ওটা কী ঝকমক করছে, ওটা আসলে কী জানলে চমকে যাবেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bright Light near Moon: এই মুহূর্তে দূরবীন ছাড়া খালি চোখেই বৃহস্পতিকে দেখা যাচ্ছে৷ আর দূরবীন দিয়ে দেখলে দারুণ সৌরজাগতিক দৃশ্যও দেখা যায়৷
রাতে চাঁদের আশেপাশে নানারকম তারা চকমক করে৷ সূর্যাস্তের পরেই চাঁদ আকাশে শোভা পায়৷ পাশাপাশি তারাদের মেলা বসে যায়৷ সম্প্রতি চাঁদের পাশে একটি ঝকঝকে আলো দেখা যাচ্ছে৷ চাঁদের গা ঘেঁষে ওটা কোন তারা এই নিয়ে জোর ভাবনাচিন্তা চলছে৷ কিন্তু এটা কোনও তারা নয়, এটা সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ যা বৃহস্পতি৷ এখন নিয়মিতই মূলত ৭টা ৪৯ মিনিটে বৃহস্পতির ঔজ্জ্বল্য চোখে পড়ছে৷ এটি পৃথিবীর চেয়ে প্রায় ৩১৮ গুণ বেশি বিশাল এবং প্রায় ১৩২০ গুণ বড়।
advertisement
advertisement
advertisement
সূর্যের চারদিকে বৃহস্পতির একবার ঘুরতে লাগে ১২ বছর এই মুহূর্তে দূরবীন ছাড়া খালি চোখেই বৃহস্পতিকে দেখা যাচ্ছে৷ আর দূরবীন দিয়ে দেখলে দারুণ সৌরজাগতিক দৃশ্যও দেখা যায়৷ ১৬১০ সালে গ্যালিলিও চাঁদের চেয়ে বহুগুণ এই বড় গ্রহের কথা জানিয়েছিলেন৷ পৃথিবীর থেকে খুব দূর না হলেও অদ্ভূতভাবেই এই গ্রহ পৃথিবীর থেকে দূরত্ব বজায় রাখে৷ সূর্যকে একবার পরিক্রমা করতে বৃহস্পতির ৪৩৩১ দিন বা ১২ বছর লাগে৷