Bright Light near Moon: চাঁদের পাশে ওটা কী ঝকমক করছে, ওটা আসলে কী জানলে চমকে যাবেন

Last Updated:
Bright Light near Moon: এই মুহূর্তে দূরবীন ছাড়া খালি চোখেই বৃহস্পতিকে দেখা যাচ্ছে৷ আর দূরবীন দিয়ে দেখলে দারুণ সৌরজাগতিক দৃশ্যও দেখা যায়৷
1/4
রাতে চাঁদের আশেপাশে নানারকম তারা চকমক করে৷ সূর্যাস্তের পরেই চাঁদ আকাশে শোভা পায়৷ পাশাপাশি তারাদের মেলা বসে যায়৷ সম্প্রতি চাঁদের পাশে একটি ঝকঝকে আলো দেখা যাচ্ছে৷ চাঁদের গা ঘেঁষে ওটা কোন তারা এই নিয়ে জোর ভাবনাচিন্তা চলছে৷ কিন্তু এটা কোনও তারা নয়, এটা সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ যা বৃহস্পতি৷ এখন নিয়মিতই মূলত ৭টা ৪৯ মিনিটে বৃহস্পতির ঔজ্জ্বল্য চোখে পড়ছে৷ এটি পৃথিবীর চেয়ে প্রায় ৩১৮ গুণ বেশি বিশাল এবং প্রায় ১৩২০ গুণ বড়।
রাতে চাঁদের আশেপাশে নানারকম তারা চকমক করে৷ সূর্যাস্তের পরেই চাঁদ আকাশে শোভা পায়৷ পাশাপাশি তারাদের মেলা বসে যায়৷ সম্প্রতি চাঁদের পাশে একটি ঝকঝকে আলো দেখা যাচ্ছে৷ চাঁদের গা ঘেঁষে ওটা কোন তারা এই নিয়ে জোর ভাবনাচিন্তা চলছে৷ কিন্তু এটা কোনও তারা নয়, এটা সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ যা বৃহস্পতি৷ এখন নিয়মিতই মূলত ৭টা ৪৯ মিনিটে বৃহস্পতির ঔজ্জ্বল্য চোখে পড়ছে৷ এটি পৃথিবীর চেয়ে প্রায় ৩১৮ গুণ বেশি বিশাল এবং প্রায় ১৩২০ গুণ বড়।
advertisement
2/4
বৃহস্পতি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি৷ বিশাল গ্রহ বৃহস্পতি আশ্চর্যজনক গতিতে ঘোরে৷ এটিকে সৌরমণ্ডলের সবচেয়ে দ্রুতগতিতে ঘোরে৷ মাত্র ১০ ঘণ্টায় নিজেকে এক চক্কর কেটে নেয় এই গ্রহ৷ বৃহস্পতির সৌরদিন সবচেয়ে ছোট৷
বৃহস্পতি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি৷ বিশাল গ্রহ বৃহস্পতি আশ্চর্যজনক গতিতে ঘোরে৷ এটিকে সৌরমণ্ডলের সবচেয়ে দ্রুতগতিতে ঘোরে৷ মাত্র ১০ ঘণ্টায় নিজেকে এক চক্কর কেটে নেয় এই গ্রহ৷ বৃহস্পতির সৌরদিন সবচেয়ে ছোট৷
advertisement
3/4
এই বছরে বৃহস্পতি সবচেয়ে বেশি ঝকমক করছে বৃহস্পতি প্রতি ৩৯৯ দিন অর্থাৎ প্রায় ১৩ মাসে নিজের এক জায়গায় থেকে ঠিক বিপরীত জায়গায় পৌঁছে যায়৷ এই বছরে ২ নভেম্বর সেই জায়গায় পৌঁছবে এই গ্রহ৷ বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দু হবে৷ ফলে আর ঝকমকে দেখা যাবে৷
এই বছরে বৃহস্পতি সবচেয়ে বেশি ঝকমক করছে বৃহস্পতি প্রতি ৩৯৯ দিন অর্থাৎ প্রায় ১৩ মাসে নিজের এক জায়গায় থেকে ঠিক বিপরীত জায়গায় পৌঁছে যায়৷ এই বছরে ২ নভেম্বর সেই জায়গায় পৌঁছবে এই গ্রহ৷ বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দু হবে৷ ফলে আর ঝকমকে দেখা যাবে৷
advertisement
4/4
সূর্যের চারদিকে বৃহস্পতির একবার ঘুরতে লাগে ১২ বছর এই মুহূর্তে দূরবীন ছাড়া খালি চোখেই বৃহস্পতিকে দেখা যাচ্ছে৷ আর দূরবীন দিয়ে দেখলে দারুণ সৌরজাগতিক দৃশ্যও দেখা যায়৷ ১৬১০ সালে গ্যালিলিও চাঁদের চেয়ে বহুগুণ এই বড় গ্রহের কথা জানিয়েছিলেন৷ পৃথিবীর থেকে খুব দূর না হলেও অদ্ভূতভাবেই এই গ্রহ পৃথিবীর থেকে দূরত্ব বজায় রাখে৷ সূর্যকে একবার পরিক্রমা করতে বৃহস্পতির ৪৩৩১ দিন বা ১২ বছর লাগে৷
সূর্যের চারদিকে বৃহস্পতির একবার ঘুরতে লাগে ১২ বছর এই মুহূর্তে দূরবীন ছাড়া খালি চোখেই বৃহস্পতিকে দেখা যাচ্ছে৷ আর দূরবীন দিয়ে দেখলে দারুণ সৌরজাগতিক দৃশ্যও দেখা যায়৷ ১৬১০ সালে গ্যালিলিও চাঁদের চেয়ে বহুগুণ এই বড় গ্রহের কথা জানিয়েছিলেন৷ পৃথিবীর থেকে খুব দূর না হলেও অদ্ভূতভাবেই এই গ্রহ পৃথিবীর থেকে দূরত্ব বজায় রাখে৷ সূর্যকে একবার পরিক্রমা করতে বৃহস্পতির ৪৩৩১ দিন বা ১২ বছর লাগে৷
advertisement
advertisement
advertisement