Biriyani: ধোঁয়া ওঠা বিরিয়ানি দেখলেই জিভে জল! বলুন তো কোথা থেকে, কীভাবে তৈরি হল এই খাবার? জানুন অজানা ইতিহাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Biriyani History : বিরানি, বেরিয়ানি, বিরিয়ান্নি ইত্যাদি নামেও পরিচিত। বিরিয়ানি রান্নার আগে সুগন্ধি চাল ঘি দিয়ে ভেজে নেওয়া হয়, তাই এই নামকরণ।
*বিরিয়ানি তৈরির ইতিহাস জানেন! বিরিয়ানির নাম শুনলেই অনেকেরই জিভে জল আসে। বিরিয়ানি একটি উর্দু শব্দ, যা ফারসি ভাষা থেকে এসেছে।ফারসি ভাষায় 'বিরিঞ্জ'-র অর্থ চাল বা ভাত। অন্যমতে, ফারসি শব্দ 'বিরিয়ান' থেকে এসেছে বিরিয়ানি, যার অর্থ রোস্ট বা ভেজে নেওয়া। অর্থাৎ মূলত রোস্ট করা মাংস ও ভাতের সহযোগে তৈরি বিশেষ সুুস্বাদু খাবারই বিরিয়ানি। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*অনেকের মতে, দক্ষিণ ভারতের হায়দরাবাদে বিরিয়ানির উৎপত্তি। সেইসঙ্গে তামিলনাড়ুর আম্বুর, তানজাভুর, চেটিনাড, সালেম, ডিন্ডিগাল, কেরালার মালাবার, তেলেঙ্গানা এবংকর্ণাটকের যেখানে মুসলিম সম্প্রদায় উপস্থিত ছিল সেখানেও এই রন্ধনপদের উৎপত্তি বলেও মনে করা হয়। অনেকের মতে এই খাবারের উৎপত্তি মুঘল আমলে দিল্লিতে। সংগৃহীত ছবি।
advertisement
*তবে বিরিয়ানি তৈরির ইতিহাস সবচেয়ে প্রাধান্য পায় মুঘল আমলের উৎপত্তির ইতিহাস। জনশ্রুতি আছে শাহজাহানের স্ত্রী মুমতাজ মুঘল সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করতে ব্যারাকে গেলে সেখানে সৈনিকদের স্বাস্থ্যের অবস্থা দেখেন অত্যন্ত করুণ। সেজন্য মিলেটারি মেসের বাবুর্চিকে তিনি স্বয়ং নির্দেশ দিলেন চাল ও মাংস সমৃদ্ধ এমন একটা পুষ্টিকর খাবার তৈরি করতে যেটা সৈনিকদের স্বাস্থ্য ভাল থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
