বাড়ির আশপাশে সাপ আসছে? আর ভয় নেই, এই ১০টি গাছ সহজেই দূরে রাখবে সরীসৃপকে!

Last Updated:
Snake Repellent Plants: রাসায়নিক সাপ প্রতিরোধকের পরিবর্তে আপনি প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন—কিছু নির্দিষ্ট গাছপালা লাগিয়ে। কিছু উদ্ভিদের গন্ধ বা গঠন সাপদের জন্য খুবই অস্বস্তিকর, ফলে তারা ওই এলাকা এড়িয়ে চলে।
1/13
যদি কখনও হঠাৎ বাড়ির উঠোনে বা বাগানে সাপ দেখে ফেলেন, তাহলে যে সেটা কতটা আতঙ্কের হতে পারে, তা বলাই বাহুল্য। যদিও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবুও বেশিরভাগ মানুষ চায় এগুলো থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে।
যদি কখনও হঠাৎ বাড়ির উঠোনে বা বাগানে সাপ দেখে ফেলেন, তাহলে যে সেটা কতটা আতঙ্কের হতে পারে, তা বলাই বাহুল্য। যদিও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবুও বেশিরভাগ মানুষ চায় এগুলো থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে।
advertisement
2/13
রাসায়নিক সাপ প্রতিরোধকের পরিবর্তে আপনি প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন—কিছু নির্দিষ্ট গাছপালা লাগিয়ে। কিছু উদ্ভিদের গন্ধ বা গঠন সাপদের জন্য খুবই অস্বস্তিকর, ফলে তারা ওই এলাকা এড়িয়ে চলে।
রাসায়নিক সাপ প্রতিরোধকের পরিবর্তে আপনি প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন—কিছু নির্দিষ্ট গাছপালা লাগিয়ে। কিছু উদ্ভিদের গন্ধ বা গঠন সাপদের জন্য খুবই অস্বস্তিকর, ফলে তারা ওই এলাকা এড়িয়ে চলে।
advertisement
3/13
চলুন জেনে নিই এমন ১০টি গাছ যা বাড়ির আশেপাশে সাপের উপদ্রব কমাতে সাহায্য করে—১. গাঁদা ফুল (Marigolds) গাঁদা ফুল শুধু বাগানকে রঙিন করে তোলে না, এর শিকড় থেকে নির্গত এক প্রাকৃতিক রাসায়নিক পদার্থ সাপসহ অনেক ধরনের পোকামাকড় ও নেমাটোডকে দূরে রাখে।
চলুন জেনে নিই এমন ১০টি গাছ যা বাড়ির আশেপাশে সাপের উপদ্রব কমাতে সাহায্য করে— ১. গাঁদা ফুল (Marigolds) গাঁদা ফুল শুধু বাগানকে রঙিন করে তোলে না, এর শিকড় থেকে নির্গত এক প্রাকৃতিক রাসায়নিক পদার্থ সাপসহ অনেক ধরনের পোকামাকড় ও নেমাটোডকে দূরে রাখে।
advertisement
4/13
২. লেমনগ্রাস (Lemongrass)এই সুগন্ধি ঘাসে থাকে সিট্রোনেলা, যা মশার বিরুদ্ধেও ব্যবহৃত হয়। এর তীব্র সাইট্রাস ঘ্রাণ সাপের একেবারেই অপছন্দ।
২. লেমনগ্রাস (Lemongrass) এই সুগন্ধি ঘাসে থাকে সিট্রোনেলা, যা মশার বিরুদ্ধেও ব্যবহৃত হয়। এর তীব্র সাইট্রাস ঘ্রাণ সাপের একেবারেই অপছন্দ।
advertisement
5/13
৩. রসুন (Garlic)রসুন চেপে দিলে এক ধরনের রাসায়নিক নির্গত হয়, যা সাপের জন্য অস্বস্তিকর। ফলে তারা সেই এলাকা এড়িয়ে চলে।
৩. রসুন (Garlic) রসুন চেপে দিলে এক ধরনের রাসায়নিক নির্গত হয়, যা সাপের জন্য অস্বস্তিকর। ফলে তারা সেই এলাকা এড়িয়ে চলে।
advertisement
6/13
৪. পেঁয়াজ (Onion) রসুনের মতোই পেঁয়াজে সালফার-ভিত্তিক যৌগ থাকে, যা সাপ প্রতিরোধে কার্যকর। বাড়ির চারপাশে পেঁয়াজ লাগালে এক ধরনের গন্ধের বাধা তৈরি হয়।
৪. পেঁয়াজ (Onion) রসুনের মতোই পেঁয়াজে সালফার-ভিত্তিক যৌগ থাকে, যা সাপ প্রতিরোধে কার্যকর। বাড়ির চারপাশে পেঁয়াজ লাগালে এক ধরনের গন্ধের বাধা তৈরি হয়।
advertisement
7/13
৫. ওয়েস্ট ইন্ডিয়ান লেমনগ্রাস (West Indian Lemongrass) সাধারণ লেমনগ্রাসের কাছাকাছি হলেও এতে সিট্রোনেলার মাত্রা বেশি, ফলে এটি সাপ তাড়াতে আরও কার্যকর। উষ্ণ অঞ্চলে ভাল জন্মায়।
৫. ওয়েস্ট ইন্ডিয়ান লেমনগ্রাস (West Indian Lemongrass) সাধারণ লেমনগ্রাসের কাছাকাছি হলেও এতে সিট্রোনেলার মাত্রা বেশি, ফলে এটি সাপ তাড়াতে আরও কার্যকর। উষ্ণ অঞ্চলে ভাল জন্মায়।
advertisement
8/13
৬. শাশুড়ি-জামাই গাছ (Mother-in-Law’s Tongue / Snake Plant) এই জনপ্রিয় ইনডোর প্ল্যান্টটির লম্বা, শক্ত পাতা সাপদের চলাফেরায় অসুবিধা তৈরি করে। এছাড়াও এর গন্ধও সাপদের অপছন্দ।
৬. শাশুড়ি-জামাই গাছ (Mother-in-Law’s Tongue / Snake Plant) এই জনপ্রিয় ইনডোর প্ল্যান্টটির লম্বা, শক্ত পাতা সাপদের চলাফেরায় অসুবিধা তৈরি করে। এছাড়াও এর গন্ধও সাপদের অপছন্দ।
advertisement
9/13
৭. নাগদোনা (Mugwort) প্রাচীনকাল থেকে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই গাছ। এর গন্ধ এতটাই তীব্র যে সাপ এই গাছের চারপাশে থাকতে চায় না।
৭. নাগদোনা (Mugwort) প্রাচীনকাল থেকে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই গাছ। এর গন্ধ এতটাই তীব্র যে সাপ এই গাছের চারপাশে থাকতে চায় না।
advertisement
10/13
৮. সর্পগন্ধা বা ভারতীয় সর্পমূল (Indian Snakeroot) এই ভেষজ গাছের গন্ধ সাপদের দম বন্ধ করে দেয়। বহু প্রাচীনকাল থেকে এটি সাপ তাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে।
৮. সর্পগন্ধা বা ভারতীয় সর্পমূল (Indian Snakeroot) এই ভেষজ গাছের গন্ধ সাপদের দম বন্ধ করে দেয়। বহু প্রাচীনকাল থেকে এটি সাপ তাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
11/13
৯. ওয়ার্মউড (Wormwood) তীব্র, তিক্ত গন্ধযুক্ত এই গাছ শুধু সাপ নয়, নানা ধরনের পোকামাকড় দূরে রাখতে সক্ষম। রক্ষণাবেক্ষণেও ঝামেলা কম।
৯. ওয়ার্মউড (Wormwood) তীব্র, তিক্ত গন্ধযুক্ত এই গাছ শুধু সাপ নয়, নানা ধরনের পোকামাকড় দূরে রাখতে সক্ষম। রক্ষণাবেক্ষণেও ঝামেলা কম।
advertisement
12/13
১০. তুলসী (Basil) রান্নার কাজে ব্যবহৃত হলেও তুলসীর কিছু প্রজাতি—বিশেষ করে ‘পবিত্র তুলসী’ (Holy Basil)—সাপ তাড়াতে সাহায্য করে।
১০. তুলসী (Basil) রান্নার কাজে ব্যবহৃত হলেও তুলসীর কিছু প্রজাতি—বিশেষ করে ‘পবিত্র তুলসী’ (Holy Basil)—সাপ তাড়াতে সাহায্য করে।
advertisement
13/13
এই গাছগুলো বাড়ির বাগান বা চারপাশে লাগালে আপনি একদিকে যেমন প্রাকৃতিকভাবে সাপের হাত থেকে রক্ষা পাবেন, অন্যদিকে সুন্দর ও উপকারী একটি বাগানও গড়ে উঠবে।
এই গাছগুলো বাড়ির বাগান বা চারপাশে লাগালে আপনি একদিকে যেমন প্রাকৃতিকভাবে সাপের হাত থেকে রক্ষা পাবেন, অন্যদিকে সুন্দর ও উপকারী একটি বাগানও গড়ে উঠবে।
advertisement
advertisement
advertisement