পায়ে কালো সুতো পরছেন? না জেনেই নিজের সর্বনাশ করছেন না তো?

Last Updated:
1/7
• হাতে পায়ে কালো সুতো পরাটা আজকাল নতুন ফ্যাশন মনে করেন অনেকে । তাই এখন এই কালো সুতো একটা অলঙ্কারের মতই ব্যবহার করেন কেউ কেউ । কেউ আবার ছোট বাচ্চাদের যাতে নজর না লাগে তাই কালো সুতো বেঁধে দেন হাতে-পায়ে । কিন্তু মনে রাখবেন, কালো সুতো কিন্তু সবার পরার উপযুক্ত নয় । শুধু তাই নয়, কালো সুতো পরার কিছু নিয়মও রয়েছে । সেগুলো মেনে না চললে আপনার জীবনে ভাল হওয়ার পরিবর্তে খারাপ হতে পারে । জেনে নিন, এই সুতো ধারণ করার নিয়মগুলি--
• হাতে পায়ে কালো সুতো পরাটা আজকাল নতুন ফ্যাশন মনে করেন অনেকে । তাই এখন এই কালো সুতো একটা অলঙ্কারের মতই ব্যবহার করেন কেউ কেউ । কেউ আবার ছোট বাচ্চাদের যাতে নজর না লাগে তাই কালো সুতো বেঁধে দেন হাতে-পায়ে । কিন্তু মনে রাখবেন, কালো সুতো কিন্তু সবার পরার উপযুক্ত নয় । শুধু তাই নয়, কালো সুতো পরার কিছু নিয়মও রয়েছে । সেগুলো মেনে না চললে আপনার জীবনে ভাল হওয়ার পরিবর্তে খারাপ হতে পারে । জেনে নিন, এই সুতো ধারণ করার নিয়মগুলি--
advertisement
2/7
• জ্যোতিষবিদদের কথা অনুযায়ী মকর,কুম্ভ ও তুলা এই তিন রাশির জন্য কালো রং ও কালো সুতা উপকারী। এই তিন রাশির জাতক জাতিকারা অনায়াসে কালো সুতা পড়তে পারেন।
• জ্যোতিষবিদদের কথা অনুযায়ী মকর,কুম্ভ ও তুলা এই তিন রাশির জন্য কালো রং ও কালো সুতা উপকারী। এই তিন রাশির জাতক জাতিকারা অনায়াসে কালো সুতা পড়তে পারেন।
advertisement
3/7
• কিন্তু বৃশ্চিক রাশি ও মেষ এই দুটি রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও শুভ নয় কালো সুতা । জ্যোতিষবিদদের মতে এই দুটি রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, তাই এদের জন্য কালো রং শুভ নয়। তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা দেন এবং তাদের জীবনে বিপদের আধিক্য দেখা দিতে পারে।
• কিন্তু বৃশ্চিক রাশি ও মেষ এই দুটি রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও শুভ নয় কালো সুতা । জ্যোতিষবিদদের মতে এই দুটি রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, তাই এদের জন্য কালো রং শুভ নয়। তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা দেন এবং তাদের জীবনে বিপদের আধিক্য দেখা দিতে পারে।
advertisement
4/7
• এ ছাড়াও এই কালো সুতো পরার নিয়মগুলি জেনে তবেই তা পরুন । সুতোটি পরার আগে ৯টি গিঁট দিন । মন্ত্র পরে, শুভ মুহূর্তের সময় এটি ধারণ করুন, যেমন- ব্রহ্ম মুহূর্ত ।
• এ ছাড়াও এই কালো সুতো পরার নিয়মগুলি জেনে তবেই তা পরুন । সুতোটি পরার আগে ৯টি গিঁট দিন । মন্ত্র পরে, শুভ মুহূর্তের সময় এটি ধারণ করুন, যেমন- ব্রহ্ম মুহূর্ত ।
advertisement
5/7
• ২,৪,৬ বা ৮টি প্যাঁচে কালো সুতো পরুন । যদি হাতে আগে থেকেই লাল বা হলুদ সুতো থাকে তা হলে কালো সুতো মোটেই পরবেন না ।
• ২,৪,৬ বা ৮টি প্যাঁচে কালো সুতো পরুন । যদি হাতে আগে থেকেই লাল বা হলুদ সুতো থাকে তা হলে কালো সুতো মোটেই পরবেন না ।
advertisement
6/7
• চেষ্টা করুন শনিবার এই সুতো পরতে । কারণ কালো শনির রং । আর যেহেতু কালো রং শনির প্রতীক, তাই অবশ্যই আপনার জীবনে কেমন দশা চলছে তা জেনে নিয়ে পরুন ।
• চেষ্টা করুন শনিবার এই সুতো পরতে । কারণ কালো শনির রং । আর যেহেতু কালো রং শনির প্রতীক, তাই অবশ্যই আপনার জীবনে কেমন দশা চলছে তা জেনে নিয়ে পরুন ।
advertisement
7/7
• কালো সুতো পরার সময় রুদ্র গায়েত্রী মন্ত্র জপ করুন । এতে কালো সুতোর শক্তি বৃদ্ধি হবে ।
• কালো সুতো পরার সময় রুদ্র গায়েত্রী মন্ত্র জপ করুন । এতে কালো সুতোর শক্তি বৃদ্ধি হবে ।
advertisement
advertisement
advertisement