সুন্দরীর হাত ধরলেই চমকে উঠত মানুষ! সন্ধ্যা নামতেই 'হ্যান্ডশেক' করতে লাইন দিত যুবকেরা...পর্দা ফাঁস হতেই ভয়ঙ্কর কাণ্ড!
- Published by:Tias Banerjee
Last Updated:
Beautiful Girl Handshake: সন্ধ্যা নামলেই শুরু হত এক অদ্ভুত দৃশ্য। এক সুন্দরী নারীকে একঝলক দেখার জন্য ভিড় জমাত তরুণেরা, আর কেউ কেউ তাঁকে ছুঁয়ে দেখার সুযোগ পেলে ধন্য মনে করত। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এই রহস্যময়ী সৌন্দর্য বিনামূল্যে কারও সঙ্গে করমর্দন করতেন না।
advertisement
advertisement
advertisement
এই কাণ্ডের মূল চরিত্র বন্দনা—যাঁর চোখে একসময় ছিল গভীর শান্তি, কিন্তু আজ সেখানে দোদুল্যমান ভবিষ্যতের ছাপ স্পষ্ট। ২০১৫ সালে বিয়ে হয়েছিল তাঁর, কিন্তু কয়েক বছরের মধ্যেই তিনি এমন এক দুনিয়ায় পা রাখেন, যেখানে শুধু মিথ্যার জাল আর মাদক ছড়িয়ে ছিল। বন্দনার আসল উদ্দেশ্য ছিল একদম অন্যরকম—হ্যান্ডশেকের আড়ালে চলত ভয়ঙ্কর কারবার! (Represental Image)
advertisement
advertisement
বন্দনা প্রথমে একা ছিলেন না। তাঁকে এই ব্যবসায় টেনে এনেছিল সাচিন নামের এক ব্যক্তি। সে বন্দনাকে বুঝিয়েছিল, ‘‘এটা একটা দারুণ সুযোগ, লুফে নাও!’’ প্রথমে বন্দনা দ্বিধায় থাকলেও, পরে ধীরে ধীরে জড়িয়ে পড়ে এই মাদক চক্রে। নন্দ নগরী, সুন্দর নগরী, ডিএলএফ ভোপুরা, রাজেন্দ্র নগর—এইসব এলাকায় বন্দনার হাত ধরে ছড়িয়ে পড়ছিল হেরোইন। (Represental Image)
advertisement
advertisement
দিল্লির এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসার পর গোটা এলাকায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে! বন্দনার এই গোপন কারবারের খোঁজ পাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় বন্দনা জানায়, এক ব্যক্তি, সাচিন, তাঁকে এই অবৈধ ব্যবসায় টেনে আনে। প্রথমে রাজি না হলেও সাচিনের প্রলোভনে সে ধীরে ধীরে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। বন্দনা মূলত নন্দ নগরী, সুন্দর নগরী, ডিএলএফ ভোপুরা, রাজেন্দ্র নগরসহ বিভিন্ন এলাকায় হেরোইন বিক্রি করত। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সাচিনকেও গ্রেফতার করেছে। (Represental Image)