জীবনে সব থেকে সঙ্কটের মুহূর্তে রক্ষা করেন বাবা লোকনাথ ৷ তিনি সব সময়ের ভরসা জোগান ৷ জীবনের প্রতিটি মুহূর্তেই বাবা লোকনাথ পাসে থাকেন তিনিই স্বপ্নপূরণ করেন ৷ বাবা লোকনাথের কৃপায় প্রতিটি দিনই নতুন করে সৃষ্টি হয়ে থাকে ৷ বাবা লোকনাথ রণে, বনে, জলে, জঙ্গলে রক্ষা করেন ৷ বাবা প্রতিটি মুহূর্তেই ভক্তদের পরামর্শ দিতেন সৎপথে চলার ৷ সৎ ভাবে জীবন যাপন করার ৷