Ambubachi 2021: অম্বুবাচীর ব্রত চলাকালীন ভুলেও এই কাজগুলো করবেন না, অনর্থ হবে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এ বছর অম্বুবাচী (Ambubachi 2021) শুরু আগামিকাল, মঙ্গলবার, ২২ জুন থেকে । পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। অম্বুবাচীর সময় ভুলেও এই কাজ গুলো করবেন না, চরম অনর্থ হবে ।
• লোকবিশ্বাস মতে, আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাঙলা প্রবাদে রয়েছে ‘কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।’ এ দিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। অর্থাৎ, পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। অম্বুবাচীর সময় ভুলেও এই কাজ গুলো করবেন না, চরম অনর্থ হবে । এ বছর অম্বুবাচী শুরু আগামিকাল, মঙ্গলবার, ২২ জুন থেকে ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement