Plane Toilet: টয়লেটের ভিতরে বসে এয়ার হোস্টেস...সম্পূর্ণ ন*গ্ন!..দরদর করে ঘামছে, ঠিকরে বেরিয়ে আসছে চোখ! বিমানের ভিতরে এমন ঘটনা, এতো দুঃসাহস

Last Updated:
হেইডেনকে কোনও রকমে পোশাক পরিয়ে বিমানের একটি খালি সিটে বসিয়ে রাখা হয়৷ ২০ মিনিট অন্তর অন্তর চেক করা হয়, তার অবস্থার আরও অবনতি হচ্ছে কি না৷
1/8
প্লেনের যাতায়াতকে সাধারণত বিলাসিতার পর্যায়েই ফেলা হয়ে থাকে৷ বিশেষ করে বিমানে বিমানসেবিকা অর্থাৎ, এার হোস্টেসদের পরিষেবা অবশ্যই ট্রেন এবং প্লেনের যাত্রার মধ্যে মোটা দাগের একটা পার্থক্য বুঝিয়ে দেয়৷
প্লেনের যাতায়াতকে সাধারণত বিলাসিতার পর্যায়েই ফেলা হয়ে থাকে৷ বিশেষ করে বিমানে বিমানসেবিকা অর্থাৎ, এার হোস্টেসদের পরিষেবা অবশ্যই ট্রেন এবং প্লেনের যাত্রার মধ্যে মোটা দাগের একটা পার্থক্য বুঝিয়ে দেয়৷
advertisement
2/8
কিন্তু, সেই এয়ার হোস্টেসেরই এমন একটা ঘটনা সম্প্রতি সামনে এসেছে, যাতে বিমান এবং বিমান পরিষেবাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়৷
কিন্তু, সেই এয়ার হোস্টেসেরই এমন একটা ঘটনা সম্প্রতি সামনে এসেছে, যাতে বিমান এবং বিমান পরিষেবাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়৷
advertisement
3/8
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ এয়ারওয়েজে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এই ফ্লাইটটি ক্যালিফোর্নিয়া থেকে লন্ডন যাচ্ছিল। এই সময় এক এয়ার হোস্টেস এমন একটি ঘটনা ঘটান, যাতে বিমানে উপস্থিত সমস্ত ক্রু সদস্যেরা বিব্রত হয়ে পড়েন৷
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ এয়ারওয়েজে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এই ফ্লাইটটি ক্যালিফোর্নিয়া থেকে লন্ডন যাচ্ছিল। এই সময় এক এয়ার হোস্টেস এমন একটি ঘটনা ঘটান, যাতে বিমানে উপস্থিত সমস্ত ক্রু সদস্যেরা বিব্রত হয়ে পড়েন৷
advertisement
4/8
৪১ বছর বয়সি হেইডেন পেন্টেকস্ট নামে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী ওই ফ্লাইটে ডিউটিতে ছিলেন। হঠাৎ করেই বেশ কিছুক্ষণ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ হেইডেনের সহকর্মীরা তাঁর খোঁজ করতে করতে প্লেনের টয়লেটে উঁকি মেরে দেখেন..
৪১ বছর বয়সি হেইডেন পেন্টেকস্ট নামে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী ওই ফ্লাইটে ডিউটিতে ছিলেন। হঠাৎ করেই বেশ কিছুক্ষণ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ হেইডেনের সহকর্মীরা তাঁর খোঁজ করতে করতে প্লেনের টয়লেটে উঁকি মেরে দেখেন..
advertisement
5/8
টয়লেটের ভিতরের দৃশ্য দেখে নিজেরাই অস্বস্তিতে পড়ে যান তাঁরা৷ দেখেন হেইডেনের গায়ে একটা সুতো পর্যন্ত নেই৷ জামাকাপড় পাশে পড়ে৷ তিনি সম্পূর্ণ নগ্ন৷ দরদর করে ঘামছেন৷ চোখ ঠিকরে বেরিয়ে আসছে.
টয়লেটের ভিতরের দৃশ্য দেখে নিজেরাই অস্বস্তিতে পড়ে যান তাঁরা৷ দেখেন হেইডেনের গায়ে একটা সুতো পর্যন্ত নেই৷ জামাকাপড় পাশে পড়ে৷ তিনি সম্পূর্ণ নগ্ন৷ দরদর করে ঘামছেন৷ চোখ ঠিকরে বেরিয়ে আসছে.
advertisement
6/8
হেইডেনের অবস্থা এমন ছিল যে,তিনি নিজের কাপড়ও পরতে পারছিলেন না এবং তাঁর চোখ ফুলে উঠছিল। তাকে দেখে তার সহকর্মীর অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। বুঝতে পারেন যে হেইডেন প্লেনের টয়লেটে মাদকের নেশা করেছেন৷
হেইডেনের অবস্থা এমন ছিল যে,তিনি নিজের কাপড়ও পরতে পারছিলেন না এবং তাঁর চোখ ফুলে উঠছিল। তাকে দেখে তার সহকর্মীর অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। বুঝতে পারেন যে হেইডেন প্লেনের টয়লেটে মাদকের নেশা করেছেন৷
advertisement
7/8
হেইডেনকে কোনও রকমে পোশাক পরিয়ে বিমানের একটি খালি সিটে বসিয়ে রাখা হয়৷ ২০ মিনিট অন্তর অন্তর চেক করা হয়, তার অবস্থার আরও অবনতি হচ্ছে কি না৷
হেইডেনকে কোনও রকমে পোশাক পরিয়ে বিমানের একটি খালি সিটে বসিয়ে রাখা হয়৷ ২০ মিনিট অন্তর অন্তর চেক করা হয়, তার অবস্থার আরও অবনতি হচ্ছে কি না৷
advertisement
8/8
শেষে হিথরো বিমানবন্দরে তাঁকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়৷ চাকরি হারাতে হয় তাঁকে৷
শেষে হিথরো বিমানবন্দরে তাঁকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়৷ চাকরি হারাতে হয় তাঁকে৷
advertisement
advertisement
advertisement