এসি কোচে সিটের উপর সাদা চাদরে ঢাকা এটা কী? অস্বাভাবিক নড়াচড়া...DRM-এর ফোনে ছুটে এল GRP, তার পর?
- Published by:Tias Banerjee
Last Updated:
এসি কামরার একটি সিট সাদা চাদরে ঢাকা! বহু রাস্তা চলে এল ট্রেন, একই ভাবে ঢাকা। তবে সন্দেহ শুরু হয় যাত্রীদের। কারণ চাদরের নীচে অস্বাভাবিক ভাবে কিছুকে নড়াচড়া করতে দেখা যায়। ওটা কী হতে পারে! চোখ রাখতেই যা দেখা গেল, শিউরে উঠলেন সবাই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ঘটনার পর যাত্রীরা কোটা ডিভিশনের রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। DRM (Divisional Railway Manager)-এর হস্তক্ষেপে শামগড় স্টেশনে ট্রেন থামিয়ে ওই অবৈধ যাত্রীকে ₹৩৩০০ টাকার জরিমানা করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত কোচ অ্যাটেনড্যান্ট মুম্বই ডিভিশনের, আর দায়িত্বপ্রাপ্ত TTE ছিলেন কোটা ডিভিশনের। (Representative Image: Generated by AI)
advertisement
advertisement
advertisement
ভারতীয় রেলের মতে, যাত্রী নিরাপত্তা ও সিস্টেমের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই ঘটনা প্রমাণ করে, এখনও কিছু ফাঁক রয়ে গিয়েছে যা শুধরে নেওয়া জরুরি। কারণ, ট্রেন শুধু যাত্রী বহন করে না, সে বহন করে আস্থা। আর সেই আস্থার সঙ্গে কোনওরকম ছলচাতুরি গোটা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। (Representative Image: Generated by AI)