AC সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলেন, ট্রেনে চড়লেন যখন পেলেন ফার্স্ট ক্লাস! কী করে সম্ভব? জানলে আপনিও পাবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
ট্রেনে এসি সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে ট্রান্সফার! জানেন এর পেছনে আসল কারণ? কোনও বাড়তি খরচ ছাড়াই উচ্চমানের সফরের সুযোগ পেয়েছেন এক যাত্রী
কী ভাবে পাওয়া যায়? জানুন।
advertisement
ট্রেনে 2এসি থেকে 1এসি-তে ট্রান্সফার! জানেন এর পেছনে আসল কারণ? একজন Reddit ইউজার সম্প্রতি ইন্টারনেটে শেয়ার করেছেন ভারতীয় রেলওয়ের একটি মেসেজের স্ক্রিনশট। পোস্টটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেসেজে বলা হয়েছে, তার ২য় শ্রেণির (2nd AC) টিকিট অটো-আপগ্রেড হয়ে গেছে প্রথম শ্রেণিতে (1st AC), একদম বিনামূল্যে! (Representative Image: AI Generated)
advertisement
ভাইরাল সেই মেসেজটি ছিল— "PNR XXX, অভিনন্দন! আপনার টিকিট আপগ্রেড হয়েছে। আপনি বাড়তি খরচ ছাড়াই উচ্চমানের যাত্রা উপভোগ করতে পারবেন। IR-CRIS." Reddit ইউজার লিখেছেন, “এই প্রথম জীবনে আমি ২এসি থেকে ১এসি-তে আপগ্রেড হলাম। আমি তো ভেবেছিলাম এই ‘অটো-আপগ্রেড’ একটা ভাঁওতা… কিন্তু এবার সেটা সত্যি হল!” (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement
এই পোস্ট ভাইরাল হতেই অনেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। 🔹 একজন লিখেছেন, "এটা অনেকটা ট্রেনের উপর নির্ভর করে। আমি বহুবার ৩এসি থেকে সরাসরি ১এসি-তে গেছি। আমি ট্রিকটা জানি। আমি কখনও সরাসরি কনফার্ম টিকিট নেই না। WL ৫–৮ থাকলে তবেই বুক করি। যে ট্রেনে আমি যাই, তাতে ২এসি নেই, তাই প্রায় সময়েই ১এসি-তে আপগ্রেড হয়ে যাই—৩এসি ভাড়াতেই!" (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement
advertisement