রাতে ক্যাবে ফিরছিলেন মহিলা পাইলট, মাঝপথে উঠে পড়ল ২ অজ্ঞাত ব্যক্তি! পিছনের সিটে যা ঘটে গেল...কেঁপে উঠল শহর!
- Published by:Tias Banerjee
Last Updated:
উবার ক্যাবে বাড়ি ফিরছিলেন মহিলা পাইলট, মাঝপথে উঠে পড়ল দুই অপরিচিত ব্যক্তি, পেছনের সিটে ঘটে গেল এমন কিছু, চিৎকার করে উঠলেন মহিলা!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাত প্রায় ১১টা ১৫ নাগাদ, যখন ওই মহিলা পাইলট দক্ষিণ মুম্বই থেকে ঘাটকোপার এলাকায় নিজের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। তাঁর স্বামী, একজন ভারতীয় নৌসেনা অফিসার, বর্তমানে নৌসেনার আবাসনে থাকেন, কারণ তাঁরা এখনও সরকারি আবাসন পাননি। অন্যদিকে, ওই মহিলা পাইলট একাই ঘাটকোপারে থাকেন। (Representative Image: AI Generated)
advertisement
পুলিশ জানিয়েছে, ওই রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে দক্ষিণ মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় ডিনার করেন। পরে স্বামী নিজেই উবার অ্যাপ থেকে ক্যাব বুক করেন স্ত্রীর জন্য। অভিযোগ অনুযায়ী, ক্যাবে ওঠার প্রায় ২৫ মিনিট পর চালক রুট ঘুরিয়ে নেয় এবং ক্যাবে দুই অপরিচিত পুরুষকে তোলে। তাদের একজন পেছনের সিটে পাইলটের পাশে বসে পড়ে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। (Representative Image: AI Generated)
advertisement
মহিলা প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে হুমকি দেয়। অথচ ক্যাব চালক নিরুত্তর থেকে যায়, কোনও পদক্ষেপ নেয় না। কিছুদূর যাওয়ার পর অভিযুক্তরা পুলিশের নাকা চেকিং চলছে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। কোনওক্রমে মহিলা নিজের বাড়িতে পৌঁছন। পরদিন সকালে এই ঘটনা স্বামীকে জানানোর পর, দু’জনে মিলে ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেন। (Representative Image: AI Generated)
advertisement
পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১) ধারা (যৌন হয়রানি), ৩৫১(২) ধারা (অপরাধমূলক ভয় দেখানো) এবং ৩(৫) ধারা (যৌথ অভিপ্রায়)-এর অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। পুলিশের দাবি, ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে গতি আনা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। (Representative Image: AI Generated)