রাতে ক্যাবে ফিরছিলেন মহিলা পাইলট, মাঝপথে উঠে পড়ল ২ অজ্ঞাত ব্যক্তি! পিছনের সিটে যা ঘটে গেল...কেঁপে উঠল শহর!

Last Updated:
উবার ক্যাবে বাড়ি ফিরছিলেন মহিলা পাইলট, মাঝপথে উঠে পড়ল দুই অপরিচিত ব্যক্তি, পেছনের সিটে ঘটে গেল এমন কিছু, চিৎকার করে উঠলেন মহিলা!
1/11
রাতে ক্যাবে করে বাড়ি ফিরছিলেন মহিলা পাইলট। মাঝপথে উঠে পড়ল দুই অপরিচিত ব্যক্তি! তার পর যা হল পিছনের সিটে...কেঁপে উঠল গোটা শহর।
রাতে ক্যাবে করে বাড়ি ফিরছিলেন মহিলা পাইলট। মাঝপথে উঠে পড়ল দুই অপরিচিত ব্যক্তি! তার পর যা হল পিছনের সিটে...কেঁপে উঠল গোটা শহর। (Representative Image: AI Generated)
advertisement
2/11
সেই মহিলা পাইলটের সঙ্গে এমন এক অভিজ্ঞতা ঘটেছে, যা পুলিশকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে বাধ্য করেছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন তাঁর নৌসেনা অফিসার স্বামীও।
সেই মহিলা পাইলটের সঙ্গে এমন এক অভিজ্ঞতা ঘটেছে, যা পুলিশকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে বাধ্য করেছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন তাঁর নৌসেনা অফিসার স্বামীও। (Representative Image: AI Generated)
advertisement
3/11
নারীদের নিরাপত্তার জন্য দেশে কড়া আইন প্রণয়ন করা হয়েছে। তা সত্ত্বেও, এখনও মাঝেমধ্যে মহিলাদের সঙ্গে নানা ধরণের অস্বস্তিকর ও ভয়াবহ ঘটনা ঘটে চলেছে। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ‘সপ্নের শহর’ মুম্বই থেকে। নারীদের নিরাপত্তার জন্য দেশে কড়া আইন প্রণয়ন করা হয়েছে। তা সত্ত্বেও, এখনও মাঝেমধ্যে মহিলাদের সঙ্গে নানা ধরণের অস্বস্তিকর ও ভয়াবহ ঘটনা ঘটে চলেছে। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ‘সপ্নের শহর’ মুম্বই থেকে।
নারীদের নিরাপত্তার জন্য দেশে কড়া আইন প্রণয়ন করা হয়েছে। তা সত্ত্বেও, এখনও মাঝেমধ্যে মহিলাদের সঙ্গে নানা ধরণের অস্বস্তিকর ও ভয়াবহ ঘটনা ঘটে চলেছে। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ‘সপ্নের শহর’ মুম্বই থেকে। (Representative Image: AI Generated)
advertisement
4/11
অভিযোগ, এক মহিলা বিমানচালক উবার ক্যাবে চেপে বাড়ি ফিরছিলেন। প্রায় ২৫ মিনিট চলার পর ক্যাব চালক রুট ঘুরিয়ে নেয়। এরপর মাঝপথে ক্যাবে উঠে পড়ে দুই অপরিচিত ব্যক্তি। তাঁদের মধ্যে একজন ওই মহিলার পাশে পেছনের সিটে বসে পড়ে।
অভিযোগ, এক মহিলা বিমানচালক উবার ক্যাবে চেপে বাড়ি ফিরছিলেন। প্রায় ২৫ মিনিট চলার পর ক্যাব চালক রুট ঘুরিয়ে নেয়। এরপর মাঝপথে ক্যাবে উঠে পড়ে দুই অপরিচিত ব্যক্তি। তাঁদের মধ্যে একজন ওই মহিলার পাশে পেছনের সিটে বসে পড়ে। (Representative Image: AI Generated)
advertisement
5/11
অভিযোগ, এরপর সেই ব্যক্তি মহিলা পাইলটকে অশোভনভাবে স্পর্শ করতে শুরু করে। হঠাৎ করেই তিনি ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। কিছুটা যাওয়ার পর সামনে পুলিশ চেকিং দেখতে পেয়ে দুই অপরিচিত যাত্রী হঠাৎই ক্যাব থেকে নেমে পালিয়ে যায়।
অভিযোগ, এরপর সেই ব্যক্তি মহিলা পাইলটকে অশোভনভাবে স্পর্শ করতে শুরু করে। হঠাৎ করেই তিনি ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। কিছুটা যাওয়ার পর সামনে পুলিশ চেকিং দেখতে পেয়ে দুই অপরিচিত যাত্রী হঠাৎই ক্যাব থেকে নেমে পালিয়ে যায়। (Representative Image: AI Generated)
advertisement
6/11
এই ঘটনায় বৃহস্পতি বার রাতে মুম্বইয়ে ২৮ বছর বয়সী ওই মহিলা পাইলটের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ক্যাব ড্রাইভার শুধু নির্ধারিত রুট থেকে ঘুরিয়েই নেয়নি, পাশাপাশি দুই অজানা ব্যক্তিকেও ক্যাবে ওঠার অনুমতি দেয়, যাদের মধ্যে একজন তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করে।
এই ঘটনায় মুম্বইয়ে ২৮ বছর বয়সী ওই মহিলা পাইলটের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ক্যাব ড্রাইভার শুধু নির্ধারিত রুট থেকে ঘুরিয়েই নেয়নি, পাশাপাশি দুই অজানা ব্যক্তিকেও ক্যাবে ওঠার অনুমতি দেয়, যাদের মধ্যে একজন তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করে। (Representative Image: AI Generated)
advertisement
7/11
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শনিবার অভিযুক্ত ক্যাব চালক এবং দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (বর্তমানে ‘ভারতীয় ন্যায় সংহিতা’) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শনিবার অভিযুক্ত ক্যাব চালক এবং দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (বর্তমানে ‘ভারতীয় ন্যায় সংহিতা’) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। (Representative Image: AI Generated)
advertisement
8/11
রাত প্রায় ১১টা ১৫ নাগাদ, যখন ওই মহিলা পাইলট দক্ষিণ মুম্বই থেকে ঘাটকোপার এলাকায় নিজের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। তাঁর স্বামী, একজন ভারতীয় নৌসেনা অফিসার, বর্তমানে নৌসেনার আবাসনে থাকেন, কারণ তাঁরা এখনও সরকারি আবাসন পাননি। অন্যদিকে, ওই মহিলা পাইলট একাই ঘাটকোপারে থাকেন।
রাত প্রায় ১১টা ১৫ নাগাদ, যখন ওই মহিলা পাইলট দক্ষিণ মুম্বই থেকে ঘাটকোপার এলাকায় নিজের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। তাঁর স্বামী, একজন ভারতীয় নৌসেনা অফিসার, বর্তমানে নৌসেনার আবাসনে থাকেন, কারণ তাঁরা এখনও সরকারি আবাসন পাননি। অন্যদিকে, ওই মহিলা পাইলট একাই ঘাটকোপারে থাকেন। (Representative Image: AI Generated)
advertisement
9/11
পুলিশ জানিয়েছে, ওই রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে দক্ষিণ মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় ডিনার করেন। পরে স্বামী নিজেই উবার অ্যাপ থেকে ক্যাব বুক করেন স্ত্রীর জন্য। অভিযোগ অনুযায়ী, ক্যাবে ওঠার প্রায় ২৫ মিনিট পর চালক রুট ঘুরিয়ে নেয় এবং ক্যাবে দুই অপরিচিত পুরুষকে তোলে। তাদের একজন পেছনের সিটে পাইলটের পাশে বসে পড়ে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে।
পুলিশ জানিয়েছে, ওই রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে দক্ষিণ মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় ডিনার করেন। পরে স্বামী নিজেই উবার অ্যাপ থেকে ক্যাব বুক করেন স্ত্রীর জন্য। অভিযোগ অনুযায়ী, ক্যাবে ওঠার প্রায় ২৫ মিনিট পর চালক রুট ঘুরিয়ে নেয় এবং ক্যাবে দুই অপরিচিত পুরুষকে তোলে। তাদের একজন পেছনের সিটে পাইলটের পাশে বসে পড়ে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। (Representative Image: AI Generated)
advertisement
10/11
মহিলা প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে হুমকি দেয়। অথচ ক্যাব চালক নিরুত্তর থেকে যায়, কোনও পদক্ষেপ নেয় না। কিছুদূর যাওয়ার পর অভিযুক্তরা পুলিশের নাকা চেকিং চলছে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। কোনওক্রমে মহিলা নিজের বাড়িতে পৌঁছন। পরদিন সকালে এই ঘটনা স্বামীকে জানানোর পর, দু’জনে মিলে ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেন।
মহিলা প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে হুমকি দেয়। অথচ ক্যাব চালক নিরুত্তর থেকে যায়, কোনও পদক্ষেপ নেয় না। কিছুদূর যাওয়ার পর অভিযুক্তরা পুলিশের নাকা চেকিং চলছে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। কোনওক্রমে মহিলা নিজের বাড়িতে পৌঁছন। পরদিন সকালে এই ঘটনা স্বামীকে জানানোর পর, দু’জনে মিলে ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেন। (Representative Image: AI Generated)
advertisement
11/11
পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১) ধারা (যৌন হয়রানি), ৩৫১(২) ধারা (অপরাধমূলক ভয় দেখানো) এবং ৩(৫) ধারা (যৌথ অভিপ্রায়)-এর অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। পুলিশের দাবি, ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে গতি আনা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১) ধারা (যৌন হয়রানি), ৩৫১(২) ধারা (অপরাধমূলক ভয় দেখানো) এবং ৩(৫) ধারা (যৌথ অভিপ্রায়)-এর অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। পুলিশের দাবি, ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে গতি আনা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement