7 wonders of the world 2023: বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় বিরাট বদল! নতুন লিস্ট বিশ্বাস করতে কষ্ট হবে! ভারত থেকে কী জায়গা পেল?

Last Updated:
7 wonders of the world 2023: প্রাচীন যুগের অনেক কিছুকে বাদ দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে সপ্তম আশ্চর্যের তালিকা।
1/9
বিশ্বের সপ্তম আশ্চর্য নিয়ে আমজনতার মনে উৎসাহের সীমা নেই। যুগান্তকারী স্থাপত্যকীর্তির সেই সমস্ত নিদর্শনগুলিকে একবার চোখে দেখতে অনেকেই ছুটে যান সেখানে। সবার মনেই সুপ্ত বাসনা থাকে যুগান্তকারী স্থাপত্য কীর্তির নিদর্শনগুলিকে একবার চোখে দেখার। কিন্তু সপ্তম আশ্চর্যের এই তালিকা কিন্তু সবসময় এক থাকেনি, বরং বারবার তার পরিবর্তন হয়েছে।
বিশ্বের সপ্তম আশ্চর্য নিয়ে আমজনতার মনে উৎসাহের সীমা নেই। যুগান্তকারী স্থাপত্যকীর্তির সেই সমস্ত নিদর্শনগুলিকে একবার চোখে দেখতে অনেকেই ছুটে যান সেখানে। সবার মনেই সুপ্ত বাসনা থাকে যুগান্তকারী স্থাপত্য কীর্তির নিদর্শনগুলিকে একবার চোখে দেখার। কিন্তু সপ্তম আশ্চর্যের এই তালিকা কিন্তু সবসময় এক থাকেনি, বরং বারবার তার পরিবর্তন হয়েছে।
advertisement
2/9
প্রাচীন যুগের অনেক কিছুকে বাদ দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে সপ্তম আশ্চর্যের তালিকা। প্রাচীন যুগের অনেক কিছুকে বাদ দিয়ে নতুনরা জায়গা করে নিয়েছে সেই তালিকায় (Wonders of the World)।
প্রাচীন যুগের অনেক কিছুকে বাদ দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে সপ্তম আশ্চর্যের তালিকা। প্রাচীন যুগের অনেক কিছুকে বাদ দিয়ে নতুনরা জায়গা করে নিয়েছে সেই তালিকায় (Wonders of the World)।
advertisement
3/9
কোনও একসময় এই তালিকায় জায়গা করে নিয়েছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা মিশরের গিজার পিরামিড। যার কোনরকম অস্তিত্বই বর্তমানে নেই। নানা কারণে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।
কোনও একসময় এই তালিকায় জায়গা করে নিয়েছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা মিশরের গিজার পিরামিড। যার কোনরকম অস্তিত্বই বর্তমানে নেই। নানা কারণে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।
advertisement
4/9
সুইজারল্যান্ডের একটি সংস্থা পুনরায় ২০০০ সালে নতুন করে বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকা (Wonders of the World) তৈরির কাজ শুরু করে, সেই তালিকা প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে।
সুইজারল্যান্ডের একটি সংস্থা পুনরায় ২০০০ সালে নতুন করে বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকা (Wonders of the World) তৈরির কাজ শুরু করে, সেই তালিকা প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে।
advertisement
5/9
নতুন সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথমেই বলতে হবে আগ্রার তাজমহলের কথা। সাদা মার্বেল পাথরের অপূর্ব এই সৌধ নির্মাণ করেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান। ১৬৩১-এ প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলকে হারান তিনি। তাঁর স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয় তাজমহল।
নতুন সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথমেই বলতে হবে আগ্রার তাজমহলের কথা। সাদা মার্বেল পাথরের অপূর্ব এই সৌধ নির্মাণ করেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান। ১৬৩১-এ প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলকে হারান তিনি। তাঁর স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয় তাজমহল।
advertisement
6/9
ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমারের মূর্তি। যা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই অর্থের পুরোটাই অনুদান হিসেবে সংগ্রহ করা হয়। ১৩০ ফুটের মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কর্কোভাডো পর্বতচূড়ার কোলে। ১৩০ ফুটের মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কর্কোভাডো পর্বতচূড়ার কোলে।
ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমারের মূর্তি। যা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই অর্থের পুরোটাই অনুদান হিসেবে সংগ্রহ করা হয়। ১৩০ ফুটের মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কর্কোভাডো পর্বতচূড়ার কোলে। ১৩০ ফুটের মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কর্কোভাডো পর্বতচূড়ার কোলে।
advertisement
7/9
পুরনো ও নতুন – সপ্তম আশ্চর্যের দু’টি তালিকাতেই (Wonders of the World) জায়গা করে নিয়েছে গ্রেট ওয়াল অফ চায়না বা চিনের প্রাচীর। খ্রীস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য কুন ও মিং রাজবংশের তরফে এটিকে তৈরি করা হয়। পাঁচিলটির দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৮৫০ কিলোমিটার।
পুরনো ও নতুন – সপ্তম আশ্চর্যের দু’টি তালিকাতেই (Wonders of the World) জায়গা করে নিয়েছে গ্রেট ওয়াল অফ চায়না বা চিনের প্রাচীর। খ্রীস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য কুন ও মিং রাজবংশের তরফে এটিকে তৈরি করা হয়। পাঁচিলটির দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৮৫০ কিলোমিটার।
advertisement
8/9
আশ্চর্য ঐতিহাসিক নিদর্শন এর পুরনো এবং নতুন দুটো তালিকাতেই জায়গা করে নিয়েছে রোমান কলোসিয়াম। এটি প্রকৃতপক্ষে একটি স্টেডিয়াম। রোমান সম্রাটরা হলে এর নির্মাতা। এখানে প্রতিযোগীকে ক্ষুদার্থ সিংহের সঙ্গে লড়াই করতে হত।
আশ্চর্য ঐতিহাসিক নিদর্শন এর পুরনো এবং নতুন দুটো তালিকাতেই জায়গা করে নিয়েছে রোমান কলোসিয়াম। এটি প্রকৃতপক্ষে একটি স্টেডিয়াম। রোমান সম্রাটরা হলে এর নির্মাতা। এখানে প্রতিযোগীকে ক্ষুদার্থ সিংহের সঙ্গে লড়াই করতে হত।
advertisement
9/9
এই তালিকাতে জায়গা পেয়েছে পেরুর মাচু পিচু, মেক্সিকোর চিচেন ইটজা ও জর্ডনের পেট্রা। আশ্চর্যের নিদর্শন এর তালিকাতে অষ্টম আশ্চর্য হিসেবে পানামা খালকে জায়গা দেওয়া হয়েছে।
এই তালিকাতে জায়গা পেয়েছে পেরুর মাচু পিচু, মেক্সিকোর চিচেন ইটজা ও জর্ডনের পেট্রা। আশ্চর্যের নিদর্শন এর তালিকাতে অষ্টম আশ্চর্য হিসেবে পানামা খালকে জায়গা দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement