৪ সঙ্গী হাঁকিয়ে ঘুরতেন ৬ ফুট লম্বা এই 'পুলিশ অফিসার'! কনস্টেবলরা হঠাৎ যা দেখল...সর্বনাশ!

Last Updated:
Agra News: উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। পুলিশ এক চোরচক্রকে ধরতে সক্ষম হয়েছে, যারা পকেটমারির ঘটনায় জড়িত ছিল। এই অভিযানে পাঁচজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। লোহা মণ্ডি থানার এলাকায় ক্রমাগত পকেটমারির অভিযোগ আসছিল, যার পরে পুলিশ তদন্ত শুরু করে।
1/7
৬ ফুট লম্বা এক যুবক নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত এবং তার কাছে পুলিশ আইডি কার্ডও থাকত। শুধু তাই নয়, তার আরও চারজন সঙ্গী ছিল, তবে একদিন কনস্টেবলরা কিছু খবর পেয়ে চলে গেলেন তল্লাশিতে। তার পর যা দেখলেন তাঁরা...! শিউরে উঠবেন। 6 feet tall policeman fooling people in Agra caught for picking pockets fraud cases police-inspector-was-surprised-to-see-his-id-card
৬ ফুট লম্বা এক যুবক নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত এবং তার কাছে পুলিশ আইডি কার্ডও থাকত। শুধু তাই নয়, তার আরও চারজন সঙ্গী ছিল, তবে একদিন কনস্টেবলরা কিছু খবর পেয়ে চলে গেলেন তল্লাশিতে। তার পর যা দেখলেন তাঁরা...! শিউরে উঠবেন।
advertisement
2/7
সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কী করত সেই ৬ ফুট লম্বা পুলিশ অফিসার? একে একে যা জানা যায়, অবিশ্বাস্য! যুবকের সঙ্গে আরও চারজন সাকরেদ এই কাজে সাহায্য করত।
সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কী করত সেই ৬ ফুট লম্বা পুলিশ অফিসার? একে একে যা জানা যায়, অবিশ্বাস্য! যুবকের সঙ্গে আরও চারজন সাকরেদ এই কাজে সাহায্য করত।
advertisement
3/7
উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। পুলিশ এক চোরচক্রকে ধরতে সক্ষম হয়েছে, যারা পকেটমারির ঘটনায় জড়িত ছিল। এই অভিযানে পাঁচজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। লোহা মণ্ডি থানার এলাকায় ক্রমাগত পকেটমারির অভিযোগ আসছিল, যার পরে পুলিশ তদন্ত শুরু করে।  6 feet tall policeman fooling people in Agra caught for picking pockets fraud cases police-inspector-was-surprised-to-see-his-id-card
উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। পুলিশ এক চোরচক্রকে ধরতে সক্ষম হয়েছে, যারা পকেটমারির ঘটনায় জড়িত ছিল। এই অভিযানে পাঁচজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। লোহা মণ্ডি থানার এলাকায় ক্রমাগত পকেটমারির অভিযোগ আসছিল, যার পরে পুলিশ তদন্ত শুরু করে।
advertisement
4/7
যারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণা করা হত বলে অভিযোগ। যখন পুলিশের কাছে এই বিষয়ে খবর আসে, তখন তৎক্ষণাৎ চেকিং অভিযান চালানো হয়।
যারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণা করা হত বলে অভিযোগ। যখন পুলিশের কাছে এই বিষয়ে খবর আসে, তখন তৎক্ষণাৎ চেকিং অভিযান চালানো হয়।
advertisement
5/7
এর পরই ওই যুবককে ভুয়ো পুলিশ অফিসার সেজে প্রতারণার অভিযোগে থানায় নিয়ে আসে কনস্টেবলরা। যখন থানায় যুবকের তল্লাশি হয়, তখন তার কাছে একটি পুলিশ আইডি কার্ড পাওয়া যায়, যেটি সম্পূর্ণ জাল। দেখে ইন্সপেক্টর বলেন, "তোমরা সবাই পুলিশ সেজে মানুষকে প্রতারণা করছ।"  6 feet tall policeman fooling people in Agra caught for picking pockets fraud cases police-inspector-was-surprised-to-see-his-id-card
এর পরই ওই যুবককে ভুয়ো পুলিশ অফিসার সেজে প্রতারণার অভিযোগে থানায় নিয়ে আসে কনস্টেবলরা। যখন থানায় যুবকের তল্লাশি হয়, তখন তার কাছে একটি পুলিশ আইডি কার্ড পাওয়া যায়, যেটি সম্পূর্ণ জাল। দেখে ইন্সপেক্টর বলেন, "তোমরা সবাই পুলিশ সেজে মানুষকে প্রতারণা করছ।"
advertisement
6/7
পুলিশের সাথে সংঘর্ষের পর তাদের গ্রেফতার করা হয়। আহতদের চিকিৎসার জন্য এসএন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই অভিযানে ২৬,০০০ টাকা নগদ, গয়না, একটি জাল ইউপি পুলিশ আইডি কার্ড, একটি গাড়ি এবং পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশের সাথে সংঘর্ষের পর তাদের গ্রেফতার করা হয়। আহতদের চিকিৎসার জন্য এসএন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই অভিযানে ২৬,০০০ টাকা নগদ, গয়না, একটি জাল ইউপি পুলিশ আইডি কার্ড, একটি গাড়ি এবং পিস্তল উদ্ধার করা হয়েছে।
advertisement
7/7
বর্তমানে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে এবং তাদের জেলে পাঠানো হয়েছে। এই ঘটনার উদ্ঘাটনকারী টিমকে ডিপিসি সিটি ১৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।  6 feet tall policeman fooling people in Agra caught for picking pockets fraud cases police-inspector-was-surprised-to-see-his-id-card
বর্তমানে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে এবং তাদের জেলে পাঠানো হয়েছে। এই ঘটনার উদ্ঘাটনকারী টিমকে ডিপিসি সিটি ১৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।
advertisement
advertisement
advertisement