ট্রেন থেকে ট্রলিব্যাগ নিয়ে নামল ২ যুবক, হালকা হতে গেল টয়লেটে, বেরোতেই চমক...ঘাড় ধরে নিয়ে গেল GRP বাহিনী!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian railways: ট্রেন থেকে নামলেন দুই যুবক, নিজেদের হালকা করতে ঢুকলেন স্টেশনের টয়লেটে। বাইরে এসে যেন কিছুই হয়নি এমন মুখ, কিন্তু যেই না বেরোলেন, চারদিক থেকে ঘিরে ধরল GRP-RPF-এর যৌথ বাহিনী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগেই গোপন সূত্রে খবর ছিল যে, ওড়িশা থেকে গাঁজা নিয়ে দুই পাচারকারী ধানবাদ হয়ে বারাণসীর দিকে যাবে। সেই খবরের ভিত্তিতেই সতর্ক ছিল পুলিশ। ভুবনেশ্বর-ধানবাদ স্পেশাল ট্রেন থেকে নামার পর ওই দুই যুবক যখন শৌচালয়ের দিকে যান, তখন থেকেই নজরদারি শুরু হয়। টয়লেট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁদের আটক করা হয়। (Representative Image: AI Generated)
advertisement
ট্রলি ব্যাগে ২৮ কেজি গাঁজা ধৃত দুই যুবক, সাবন কুমার ও শম্ভু পাসওয়ান, দু’জনেই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। তাদের সঙ্গে থাকা দু’টি ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ২৮ কেজি গাঁজা। তাদের জেরা করে জানা যায়, ওড়িশা থেকে এই মাদক নিয়ে তারা যাচ্ছিল বারাণসীতে, ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। (Representative Image: AI Generated)
advertisement
ধরা পড়েছে প্রায় ২৮ কেজি গাঁজা, যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা। ধানবাদের সিটি SP ঋত্বিক শ্রীবাস্তব জানান, ধৃতদের বিরুদ্ধে NDPS অ্যাক্টের অধীনে মামলা রুজু হয়েছে। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, তাদের পিছনে কোনও বড় মাদক চক্র কাজ করছে কি না। শীঘ্রই তাদের অন্য সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
GRP-RPF এর তৎপরতায় রোখা গেল বড় অপরাধ এই ঘটনায় ধানবাদ জংশনে GRP ও RPF-এর যৌথ তৎপরতা প্রশংসিত হয়েছে। তাঁদের সক্রিয়তাতেই শহরে মাদকের একটি বড় চালান ঢোকার আগেই থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বর্তমানে ধৃত দুই যুবককে আদালতে পেশ করে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে আরও গভীরে। (Representative Image: AI Generated)