Winter in Bengal Update: কলকাতাকে শীতের নাচনে দশ গোল দিচ্ছে জেলা, ঠকঠক করে কাঁপছে কোন জেলা? আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Winter in Bengal Update: এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ১৩° সেলসিয়াস এবং জেলার সবোর্চ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৪° সেলসিয়াস। কোন জেলা জানেন?
ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই অনুভব হতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্তে। ঘন সাদা কুয়াশার চাদর দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায়।
advertisement
শীতের আমেজে জেলার রাজবাড়ি ঘিরে রয়েছে ঘন সাদা কুয়াশার চাদরে। পর্যটকেরা ও জেলার মানুষেরা রাজবাড়ির গেটের বাইরে থেকেই উপভোগ করছেন সেই ছবি।
advertisement
জেলার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ১৩° সেলসিয়াস এবং জেলার সবোর্চ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৪° সেলসিয়াস। ফলে জেলায় শীত অনুভব হচ্ছে অনেকটাই।
advertisement
শীতের কুয়াশার সকালে জেলার সাগরদিঘি চত্বরে বেশকিছু মানুষকে দেখা গেল শরীরচর্চায় মেতে থাকতে। অনেকে আবার যোগা করছেন সাগরদিঘির ঘাটের মধ্যে বসে।
advertisement
শীতের কুয়াশা ঘেরা সকালে বহু মানুষ হাঁটতে বেরিয়েছিলেন কুয়াশার মজা উপভোগ করতে। শীতের সকালে বহু মানুষ সকাল বেলায় বেরিয়ে পড়েছিলেন কাজের উদ্যেশে।
advertisement