West Bengal Mock Drill: মধ্যরাতে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি, সকাল থেকে হাসিমারার আকাশে উড়ছে রাফাল-সহ যুদ্ধ বিমান, দেখুন ছবিতে

Last Updated:
West Bengal Mock Drill: যুদ্ধকালীন পরিস্থিতিতে তৎপরতা দেখা গিয়েছে হাসিমারা এয়ার বেসে। বর্তমানে ১৮ রাফাল যুদ্ধবিমান রাখা রয়েছে হাসিমারা এয়ারবেসে, রয়েছে সুখোই, মিগ, রুদ্র, হেলিকপ্টার, এমআই ১৭-এর মতো যুদ্ধবিমান। সকাল সন্ধ্যা চলছে যুদ্ধবিমানের মহড়া।
1/5
*ভারতীয় সেনার পক্ষ থেকে 'অপারেশন সিঁদুর' আয়োজিত হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের ঘাঁটি। যুদ্ধকালীন পরিস্থিতির আগে তোড়জোড় শুরু ভারতের অন্যতম এয়ারবেস হাসিমারায়।
*ভারতীয় সেনার পক্ষ থেকে 'অপারেশন সিঁদুর' আয়োজিত হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের ঘাঁটি। যুদ্ধকালীন পরিস্থিতির আগে তোড়জোড় শুরু ভারতের অন্যতম এয়ারবেস হাসিমারায়।
advertisement
2/5
*বর্তমানে ১৮টি রাফাল যুদ্ধবিমান হাসিমারা এয়ারবেসের এক স্কোয়াড্রোনে রাখা হয়েছে। রাফালের পাশাপাশি সুখোই, মিগ, রুদ্র, হেলিকপ্টার, এমআই ১৭ এর মত যুদ্ধবিমান রয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। সকাল সন্ধ্যা দেখা যাচ্ছে হাসিমারার আকাশে রাফালের টহলদারি।
*বর্তমানে ১৮টি রাফাল যুদ্ধবিমান হাসিমারা এয়ারবেসের এক স্কোয়াড্রোনে রাখা হয়েছে। রাফালের পাশাপাশি সুখোই, মিগ, রুদ্র, হেলিকপ্টার, এমআই ১৭ এর মত যুদ্ধবিমান রয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। সকাল সন্ধ্যা দেখা যাচ্ছে হাসিমারার আকাশে রাফালের টহলদারি।
advertisement
3/5
*ভৌগোলিক দিক থেকে আলিপুরদুয়ারের ভুটান পাদদেশে অবস্থান হাসিমারা এয়ারফোর্স স্টেশনের। ফলে ভারত-চিন সীমান্তে অবস্থার অবনতি হলে প্রথমে হাসিমারা এয়ারবেস থেকে যুদ্ধবিমানের ডাক পড়তে পারে। দেশে যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুদের মোকাবেলা করতে তৈরি বায়ুসেনা।
*ভৌগোলিক দিক থেকে আলিপুরদুয়ারের ভুটান পাদদেশে অবস্থান হাসিমারা এয়ারফোর্স স্টেশনের। ফলে ভারত-চিন সীমান্তে অবস্থার অবনতি হলে প্রথমে হাসিমারা এয়ারবেস থেকে যুদ্ধবিমানের ডাক পড়তে পারে। দেশে যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুদের মোকাবেলা করতে তৈরি বায়ুসেনা।
advertisement
4/5
*হাসিমারা বায়ুসেনা ছাউনি সংলগ্ন এলাকার মানুষদের তরফে জানা গিয়েছে, প্রতিদিন নিয়ম করে সকাল, সন্ধ্যা-দু'বেলা হাসিমারার আকাশে যুদ্ধবিমান পাক খেতে দেখা যায়। তবে গত দুদিন ধরে এই তৎপরতা আরও বেশি দেখা যাচ্ছে। যুদ্ধ বিমানের সংখ্যা বেড়েছে বলে তাঁদের অনুমান।
*হাসিমারা বায়ুসেনা ছাউনি সংলগ্ন এলাকার মানুষদের তরফে জানা গিয়েছে, প্রতিদিন নিয়ম করে সকাল, সন্ধ্যা-দু'বেলা হাসিমারার আকাশে যুদ্ধবিমান পাক খেতে দেখা যায়। তবে গত দুদিন ধরে এই তৎপরতা আরও বেশি দেখা যাচ্ছে। যুদ্ধ বিমানের সংখ্যা বেড়েছে বলে তাঁদের অনুমান।
advertisement
5/5
*মধ্যরাতে 'অপারেশন সিঁদুর' সাফল্য পাওয়ার পর খুশির হাওয়া হাসিমারা বায়ুসেনা ছাউনি এলাকায়। পাশের এলাকার মানুষেরা সকাল থেকে ভারতের জাতীয় পতাকা হাতে ঘুরে বেড়াচ্ছেন এলাকা দিয়ে। তাদের মুখে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের জয়ের স্লোগান শোনা গিয়েছে।
*মধ্যরাতে 'অপারেশন সিঁদুর' সাফল্য পাওয়ার পর খুশির হাওয়া হাসিমারা বায়ুসেনা ছাউনি এলাকায়। পাশের এলাকার মানুষেরা সকাল থেকে ভারতের জাতীয় পতাকা হাতে ঘুরে বেড়াচ্ছেন এলাকা দিয়ে। তাদের মুখে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের জয়ের স্লোগান শোনা গিয়েছে।
advertisement
advertisement
advertisement