Rangoli: দীপাবলিতে রঙ্গোলি দিয়ে ঘর সাজাবেন? রঙের পসরা নিয়ে শহরে হাজির উত্তরপ্রদেশের দম্পতি, কত করে বিক্রি হচ্ছে জানুন

Last Updated:
Rangoli: দীপাবলির প্রাক মুহূর্তে এখন রঙে রঙিন জলপাইগুড়ির বাজার। সেই রঙ্গোলি বিক্রি করতেই ভিনরাজ্য থেকে বাংলায় ছুটে এসেছেন এই দম্পতি।
1/5
সুদূর উত্তরপ্রদেশ থেকে জলপাইগুড়িতে হাজির বৃদ্ধ বিক্রেতা দম্পতি। দীপাবলির প্রাক মুহূর্তে এখন রঙে রঙিন জলপাইগুড়ির বাজার। সেই রঙ্গোলি বিক্রি করতেই ভিনরাজ্য থেকে বাংলায় ছুটে এসেছেন এই দম্পতি। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
সুদূর উত্তরপ্রদেশ থেকে জলপাইগুড়িতে হাজির বৃদ্ধ বিক্রেতা দম্পতি। দীপাবলির প্রাক মুহূর্তে এখন রঙে রঙিন জলপাইগুড়ির বাজার। সেই রঙ্গোলি বিক্রি করতেই ভিনরাজ্য থেকে বাংলায় ছুটে এসেছেন এই দম্পতি। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
দীপাবলির আর মাত্র ক’দিন বাকি। আলোর উৎসবকে ঘিরে এখন থেকেই রঙে, আলোয়, আনন্দে ভরে উঠেছে জলপাইগুড়ির প্রতিটি বাজার। শহরের মেন রোড থেকে শুরু করে গলিপথের দোকান- সব জায়গাতেই এখন উৎসবের আমেজ। মাটির প্রদীপ, চিনা টুনি লাইট, মোমবাতি, ফুল ও রঙিন সাজসজ্জার সরঞ্জামে ভরে উঠেছে বাজারের প্রতিটি প্রান্ত।
দীপাবলির আর মাত্র ক’দিন বাকি। আলোর উৎসবকে ঘিরে এখন থেকেই রঙে, আলোয়, আনন্দে ভরে উঠেছে জলপাইগুড়ির প্রতিটি বাজার। শহরের মেন রোড থেকে শুরু করে গলিপথের দোকান- সব জায়গাতেই এখন উৎসবের আমেজ। মাটির প্রদীপ, চিনা টুনি লাইট, মোমবাতি, ফুল ও রঙিন সাজসজ্জার সরঞ্জামে ভরে উঠেছে বাজারের প্রতিটি প্রান্ত।
advertisement
3/5
এরই মধ্যে নজর কেড়েছেন উত্তরপ্রদেশ থেকে আসা এক বৃদ্ধ দম্পতি। বছরের এই সময়টা এলেই তাঁরা জলপাইগুড়িতে রঙ্গোলি বিক্রি করতে চলে আসেন। বয়সের ভার সত্ত্বেও হাসিমুখে প্রতিদিন সকাল থেকে রাত অবধি রাস্তার ধারে পসরা সাজিয়ে বসেন। টেবিলের উপর সারি সারি রঙিন প্যাকেট- লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, নানা রঙ যত্ন করে সাজানো। দামও একেবারে সাধ্যের মধ্যে। মাত্র ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই সব পাওয়া যাচ্ছে।
এরই মধ্যে নজর কেড়েছেন উত্তরপ্রদেশ থেকে আসা এক বৃদ্ধ দম্পতি। বছরের এই সময়টা এলেই তাঁরা জলপাইগুড়িতে রঙ্গোলি বিক্রি করতে চলে আসেন। বয়সের ভার সত্ত্বেও হাসিমুখে প্রতিদিন সকাল থেকে রাত অবধি রাস্তার ধারে পসরা সাজিয়ে বসেন। টেবিলের উপর সারি সারি রঙিন প্যাকেট- লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, নানা রঙ যত্ন করে সাজানো। দামও একেবারে সাধ্যের মধ্যে। মাত্র ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই সব পাওয়া যাচ্ছে।
advertisement
4/5
বৃদ্ধ বিক্রেতা বললেন, “বছরের এই সময়টাই আমাদের কাছে সবচেয়ে ব্যস্ত। জলপাইগুড়ির মানুষ খুবই ভাল। এখানকার ক্রেতারা হাসিমুখে কেনাকাটা করেন।” তাঁর স্ত্রী মৃদু হেসে যোগ করেন, “আমাদের রঙে যদি মানুষের ঘর-মন দু'টো একটু উজ্জ্বল হয়, তাতেই শান্তি পাই।”
বৃদ্ধ বিক্রেতা বললেন, “বছরের এই সময়টাই আমাদের কাছে সবচেয়ে ব্যস্ত। জলপাইগুড়ির মানুষ খুবই ভাল। এখানকার ক্রেতারা হাসিমুখে কেনাকাটা করেন।” তাঁর স্ত্রী মৃদু হেসে যোগ করেন, “আমাদের রঙে যদি মানুষের ঘর-মন দু'টো একটু উজ্জ্বল হয়, তাতেই শান্তি পাই।”
advertisement
5/5
স্থানীয় ক্রেতারাও দীপাবলির সাজে মেতে উঠেছেন। কেউ বাস্তু মেনে শুভ রঙ বেছে ঘর রঙ করছেন, কেউ আবার আলোকসজ্জার জন্য নতুন মোমবাতি ও প্রদীপ কিনছেন। দোকানদারদের মুখে হাসি, ক্রেতার হাতে ব্যাগভর্তি আলো ও রঙ- সব মিলিয়ে এখন জলপাইগুড়ির বাজারে উৎসবের রঙেরই রাজত্ব! (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
স্থানীয় ক্রেতারাও দীপাবলির সাজে মেতে উঠেছেন। কেউ বাস্তু মেনে শুভ রঙ বেছে ঘর রঙ করছেন, কেউ আবার আলোকসজ্জার জন্য নতুন মোমবাতি ও প্রদীপ কিনছেন। দোকানদারদের মুখে হাসি, ক্রেতার হাতে ব্যাগভর্তি আলো ও রঙ- সব মিলিয়ে এখন জলপাইগুড়ির বাজারে উৎসবের রঙেরই রাজত্ব! (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement