Trains To Carry More Passengers: যাত্রীদের জন্য বড় খবর! উত্তরবঙ্গে যাওয়ার ট্রেনে নতুন কোচ জুড়ছে প্রচুর যাত্রীর হবে বিস্তর সুবিধা, দেখুন আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Indian Railways: বাড়ল কোচ সংখ্যা, খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করতে এই উদ্যোগ রেল তরফে। উত্তরবঙ্গবাসীর জন্য এ এক দারুণ সুখবর!
জলপাইগুড়ি: বাড়ল কোচ সংখ্যা, খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করতে এই উদ্যোগ রেল তরফে। উত্তরবঙ্গবাসীর জন্য এ এক দারুণ সুখবর! হলদিবাড়ি-কোলকাতা সুপারফাস্টে ১২৩৬৩/১২৩৬৪) কোচ বাড়ানো হল। ৬ মে কলকাতা থেকে এবং ৭ মে হলদিবাড়ি থেকে যাত্রার সময় এই বর্ধিত কোচ যুক্ত হবে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
advertisement
মালিগাঁওয়ের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। নতুন সময়সূচি অনুযায়ী, জেনারেল চেয়ারকার ১ থেকে বেড়ে হয়েছে ৪টি, এ সি থ্রি-টায়ার ৩ থেকে বেড়ে ৪টি এবং স্লিপার কোচ ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫টি। এ সি চেয়ারকার ছিল ১টি, তা একই থাকছে। তবে সংরক্ষিত নন-এসি চেয়ারকার ১১টি থেকে কমিয়ে ৮টি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
প্রতিদিন যাত্রীদের ভিড়ে দাঁড়িয়ে যাত্রা করতে হত বহু মানুষকে। এই অতিরিক্ত কোচ অন্তত কিছুটা হলেও সেই সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গের সাংসদ ডা: জয়ন্ত রায় জানিয়েছেন, “এটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। মানুষের প্রয়োজন বুঝে রেল দফতর যে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।” নির্বিঘ্ন যাত্রার পথে এটি নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না! Input- Surajit Dey
