Toy Train accident: কার্শিয়াংয়ে টয়ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যুতে বিক্ষোভ! গতি বেশি ছিল, হর্নও বাজাননি চালক, অভিযোগ

Last Updated:
Toy train accident death: কার্শিয়াংয়ে টয়ট্রেনের ধাক্কায় জখম স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে অশান্তি। মৃত কিশোরীর নাম রোশনি রাই, সে ক্লাস নাইনের ছাত্রী ছিল।
1/5
প্রণব ছেত্রী, কার্শিয়ং: কার্শিয়ংয়ে টয়ট্রেনের ধাক্কায় জখম স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে অশান্তি। মৃত কিশোরীর নাম রোশনি রাই, সে ক্লাস নাইনের ছাত্রী ছিল। সোমবার দিদির সঙ্গে কার্শিয়ংয়ে গিয়েছিল সে। প্রতীকী ছবি
প্রণব ছেত্রী, কার্শিয়ং: কার্শিয়ংয়ে টয়ট্রেনের ধাক্কায় জখম স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে অশান্তি। মৃত কিশোরীর নাম রোশনি রাই, সে ক্লাস নাইনের ছাত্রী ছিল। সোমবার দিদির সঙ্গে কার্শিয়ংয়ে গিয়েছিল সে। প্রতীকী ছবি
advertisement
2/5
কার্শিয়াং স্টেশনের কাছেই গুরুতর দূর্ঘটনা ঘটে। ওই ছাত্রীকে গুরুতর জখম অবস্থায় গতকালই আনা হয় শিলিগুড়িতে। পরে এক বেসরকারি হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়। প্রতীকী ছবি
কার্শিয়াং স্টেশনের কাছেই গুরুতর দূর্ঘটনা ঘটে। ওই ছাত্রীকে গুরুতর জখম অবস্থায় গতকালই আনা হয় শিলিগুড়িতে। পরে এক বেসরকারি হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়। প্রতীকী ছবি
advertisement
3/5
মৃতের পরিজনদের দাবী, দুর্ঘটনার সময় ট্রেনের গতি বেশী ছিল। সেই সঙ্গে টয়ট্রেনের চালকের বিরুদ্ধে আরও অভিযোগ তিনি হর্ন বাজাননি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রতীকী ছবি
মৃতের পরিজনদের দাবী, দুর্ঘটনার সময় ট্রেনের গতি বেশী ছিল। সেই সঙ্গে টয়ট্রেনের চালকের বিরুদ্ধে আরও অভিযোগ তিনি হর্ন বাজাননি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রতীকী ছবি
advertisement
4/5
রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিজনদের। গতি নিয়ন্ত্রণের দাবীও তুলেছেন তারা। কার্শিয়াংয়ের মকাইবাড়ির বাসিন্দা ওউ স্কুল ছাত্রী মৃতা কিশোরী। প্রতীকী ছবি
রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিজনদের। গতি নিয়ন্ত্রণের দাবীও তুলেছেন তারা। কার্শিয়াংয়ের মকাইবাড়ির বাসিন্দা ওউ স্কুল ছাত্রী মৃতা কিশোরী। প্রতীকী ছবি
advertisement
5/5
ঘটনার প্রতিবাদে কার্শিয়াং স্টেশনে অবস্থান বিক্ষোভে মৃত স্কুলপড়ুয়ার গ্রাম। যোগ দেন জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা-সহ কার্শিয়ং পুরসভার কর্তারা। দূর্ঘটনার বিচারের দাবী তুলেছেন তাঁরা। দ্রুত রেলের সঙ্গে বৈঠকের দাবীও জানিয়েছেন তাঁরা। কেন বার বড় টয়ট্রেন দূর্ঘটনার কবলে পড়ছে, উঠছে প্রশ্ন।
ঘটনার প্রতিবাদে কার্শিয়াং স্টেশনে অবস্থান বিক্ষোভে মৃত স্কুলপড়ুয়ার গ্রাম। যোগ দেন জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা-সহ কার্শিয়ং পুরসভার কর্তারা। দূর্ঘটনার বিচারের দাবী তুলেছেন তাঁরা। দ্রুত রেলের সঙ্গে বৈঠকের দাবীও জানিয়েছেন তাঁরা। কেন বার বড় টয়ট্রেন দূর্ঘটনার কবলে পড়ছে, উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
advertisement