Darjeeling Toy Train: পুজোর মরসুমেই পাহাড়ে চালু 'রেডপাণ্ডা'! টয়ট্রেনের নয়া 'ডেস্টিনেশন' হাজির...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Darjeeling Toy Train: শনি ও রবিবার মিলবে এই নতুন পরিষেবা, খুশী পর্যটক মহল!
advertisement
কার্শিয়ং থেকে সকাল ১১টা ১৫-তে ছাঁড়বে। যাওয়ার পথে কার্শিয়ংয়ের গিদ্দা পাহাড়ের রক গার্ডেনের ভিউ পয়েন্টে ১০ মিনিটের স্পেশাল স্টপেজ! প্রকৃতিকে উপভোগ করার জন্যে! ফেরার পথেও স্টপেজ থাকছে রক গার্ডেনে। আজ কার্শিয়ং স্টেশনে নয়া পরিষেবার ফ্ল্যাগ অফ করে সূচনা করেন এনজেপির এডিআরএম সঞ্জয় চিলওয়রওয়র। ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর একে মিশ্রাও।
advertisement
নয়া পরিষেবায় খুশী পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা। শিলিগুড়ি থেকে দার্জিলিং কিংবা দার্জিলিং, বাতাসিয়া লুপ, ঘুমের মধ্যে সীমাবদ্ধ ছিল টয়ট্রেন পরিষেবা। পর্যটকদের কাছে কার্শিয়ং কার্যত ব্রাত্য ছিল টয়ট্রেনের পরিষেবার অভাবে। কিন্তু পুজোর মরসুমে নয়া পরিষেবা চালু করে পর্যটকদের কাছে ঘোরার নতুন ঠিকানা এনে দিল ডি এইচ আর।
advertisement
কার্শিয়ং ও মহানদী ৮ কিলোমিটার পথের ঘোরার মধ্যে ঘন্টা দুয়েকের ট্রিপ। পাহাড়ের কোল ঘেঁষে ছুটছে ট্রেন। মাঝেমধ্যেই জানালা দিয়ে উঁকি মারলেই দেখা মিলবে পাহাড়ী ঝর্ণারও! হেলতে দুলতে মহানদী আবার ফেরা! মূলত পর্যটনের প্রসারে দার্জিলিং ও ঘুমের মধ্যে 'জয় রাইড' পরিষেবার সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিলিগুড়ি ও রংটংয়ের মধ্যে 'জঙ্গল টি সাফারি' পরিষেবাও চালু করেছে ডি এইচ আর।
advertisement
advertisement