Siliguri News: পাহাড়ে ঘুরতে গিয়ে এবার দ্বিগুণ মজা! বেঙ্গল সাফারিতে বাড়ছে টাইগার এনক্লোজার, পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri News: বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের দাবি, সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে একসঙ্গে আরও বেশি বাঘকে জনসমক্ষে আনা সম্ভব হবে। ইতিমধ্যেই জোরকদমে নতুন ফেন্সিংয়ের কাজ চলছে। ডিসেম্বরের শেষের দিকেই প্রকল্প শেষ হবে বলে অনুমান।
বাঘের সফল প্রজনন ঘটিয়ে নতুন নজির গড়ল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। ২০১৬ সালে মাত্র দু'টি বাঘকে নিয়ে যাত্রা শুরু হলেও, সময়ের সঙ্গে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ক্রমাগত বাড়তে থাকা এই বাঘ পরিবারের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বাঘের নিরাপদ আবাস ও পর্যটকদের সুবিধা মাথায় রেখে বাড়ানো হচ্ছে টাইগার সাফারির পরিসর। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
এতদিন ২০ হেক্টর এলাকা জুড়ে বাঘের এনক্লোজার ছিল। কিন্তু বর্তমানে থাকা ১৪টি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সেই জায়গা যথেষ্ট নয় বলে মনে করছেন সাফারি কর্তারা। সেই কারণেই সেন্ট্রাল ও স্টেট জু অথরিটির অনুমতি নিয়ে ২০ হেক্টর অতিরিক্ত জমিতে সম্প্রসারণের কাজ শুরু করেছে সাফারির প্রশাসন। ইতিমধ্যেই জোরকদমে নতুন ফেন্সিংয়ের কাজ চলছে। ডিসেম্বরের শেষের দিকেই প্রকল্প শেষ হবে বলে অনুমান।
advertisement
পার্ক কর্তৃপক্ষের দাবি, সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে একসঙ্গে আরও বেশি বাঘকে জনসমক্ষে আনা সম্ভব হবে। বেঙ্গল সাফারি ডিরেক্টর ই. বিজয়ের কথায়, বাঘেদের পরিবার যেহেতু ক্রমে বাড়ছে, তাই বড় জায়গা প্রয়োজন। সেই কারণেই বাড়তি এনক্লোজারের অনুমতি মিলেছে। পাশাপাশি বাঘেদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই নতুন এই উদ্যোগ।
advertisement
advertisement
তবে আশার আলো থাকলেও কিছু পরিকল্পনা এখনও আটকে আছে। সিংহ সাফারি শুরুর অনুমতির ফাইল আপাতত কেন্দ্রীয় জু অথরিটির কাছে আটকে। এছাড়াও প্রয়োজনীয় ছাড়পত্রের অভাবে কয়েকটি নতুন প্রাণী আনার প্রক্রিয়াও স্থগিত রয়েছে। তবুও সব মিলিয়ে আশাবাদী সাফারি কর্তারা। প্রসারিত এলাকা শেষ হলে শিলিগুড়িতে বাঘের রাজ্যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
