Ornage Alert For Heavy Rainfall: ধেয়ে আসছে চরম দুর্যোগ, ঘণ্টায় ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়ায় হবে লন্ডভন্ড, প্রবল বৃষ্টি, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Kalbaisakhi Alert: মেঘে ঢাকা থমথমে আকাশে কালবৈশাখীর আশঙ্কা!যেকোনো মুহূর্তে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি
1/7
উত্তর বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ সক্রিয় অক্ষরেখা ঝাড়খন্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ছড়িয়ে রয়েছে৷ যেটি উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে গেছে৷ Photo- Representative 
 O উত্তর বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ সক্রিয় অক্ষরেখা ঝাড়খন্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ছড়িয়ে রয়েছে৷ যেটি উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে গেছে৷ Photo- Representative
advertisement
2/7
এই পরিস্থিতিগুলির জন্যে বঙ্গোপসাগর থেকে হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প৷ যা বাড়িয়ে দিচ্ছে আপেক্ষিক আর্দ্রতা৷ এই পরিস্থিতির জেরে একাধিক জেলায় চরম দুর্যোগের পূর্বাভাস৷ জারি রয়েছে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট৷ প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায়৷ আকাশে বজ্র-বিদ্যুতের খেলা৷ তোলপাড় হবে জীবন৷ Photo- Represnetative (Meta AI)
এই পরিস্থিতিগুলির জন্যে বঙ্গোপসাগর থেকে হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প৷ যা বাড়িয়ে দিচ্ছে আপেক্ষিক আর্দ্রতা৷ এই পরিস্থিতির জেরে একাধিক জেলায় চরম দুর্যোগের পূর্বাভাস৷ জারি রয়েছে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট৷ প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায়৷ আকাশে বজ্র-বিদ্যুতের খেলা৷ তোলপাড় হবে জীবন৷ Photo- Represnetative (Meta AI)
advertisement
3/7
মেঘলা আকাশে রোদের দেখা নেই।ইতিমধ্যেই পাহাড় থেকে সমতলজুড়ে দফায় দফায় চলছে বৃষ্টিপাত। চারিদিকে মেঘে ঢাকা থমথমে আকাশ।
মেঘলা আকাশে রোদের দেখা নেই।ইতিমধ্যেই পাহাড় থেকে সমতলজুড়ে দফায় দফায় চলছে বৃষ্টিপাত। চারিদিকে মেঘে ঢাকা থমথমে আকাশ।
advertisement
4/7
শুক্রবার সকাল থেকেই  মেঘে ঢাকা আকাশ সঙ্গে হালকা বাতাস। সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ।
শুক্রবার সকাল থেকেই  মেঘে ঢাকা আকাশ সঙ্গে হালকা বাতাস। সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ।
advertisement
5/7
উত্তরে তিন জেলায় জারি হলুদ সর্তকতা।চলতি সপ্তাহে বৃষ্টির পরেই ফের চোখ রাঙাবে সূর্য। প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হলুদ সর্তকতা, রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও।
উত্তরে তিন জেলায় জারি হলুদ সর্তকতা।চলতি সপ্তাহে বৃষ্টির পরেই ফের চোখ রাঙাবে সূর্য। প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হলুদ সর্তকতা, রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও।
advertisement
6/7
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলায় ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। হাসফাঁস গরমে এই বৃষ্টি যেন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে উত্তরবঙ্গবাসীর মনে।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলায় ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। হাসফাঁস গরমে এই বৃষ্টি যেন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে উত্তরবঙ্গবাসীর মনে।
advertisement
7/7
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলায় ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। হাসফাঁস গরমে এই বৃষ্টি যেন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে উত্তরবঙ্গবাসীর মনে।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলায় ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। হাসফাঁস গরমে এই বৃষ্টি যেন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে উত্তরবঙ্গবাসীর মনে।
advertisement
advertisement
advertisement