Traditional Puja: চলে ঐতিহ্যবাহী বাঁশখেলা, চৈত্রের শেষবেলায় আজও প্রাচীন এই পুজোর আসর ঘিরে অগণিত ভক্ত সমাগম

Last Updated:
Traditional Puja: ই পুজোকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী চলে বাঁশ খেলা ও বাঁশ মেলা। বাঁশ গুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয় সুন্দর কাপড় দিয়ে। তারপর সন্তান কামনায় পুজো করা হয়।
1/5
রাজবংশী সম্প্রদায়ের অন্যতম পুজো এই মদনকাম। এই পুজোর বিশেষত্ব হলো বাঁশকে মদনকাম রূপে পুজো করা হয়।
রাজবংশী সম্প্রদায়ের অন্যতম পুজো এই মদনকাম। এই পুজোর বিশেষত্ব হলো বাঁশকে মদনকাম রূপে পুজো করা হয়।
advertisement
2/5
প্রতি বছর বাঁশ খেলার মাধ্যমে ঐতিহ্যবাহী এই মদনকামের পুজোর আয়োজন করেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা। এই মদনকাম পুজোর মেলায় আসেন অগণিত বাসিন্দারা।
প্রতি বছর বাঁশ খেলার মাধ্যমে ঐতিহ্যবাহী এই মদনকামের পুজোর আয়োজন করেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা। এই মদনকাম পুজোর মেলায় আসেন অগণিত বাসিন্দারা।
advertisement
3/5
এই পুজোকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী চলে বাঁশ খেলা ও বাঁশ মেলা। বাঁশ গুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয় সুন্দর কাপড় দিয়ে। তারপর সন্তান কামনায় পুজো করা হয়।
এই পুজোকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী চলে বাঁশ খেলা ও বাঁশ মেলা। বাঁশ গুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয় সুন্দর কাপড় দিয়ে। তারপর সন্তান কামনায় পুজো করা হয়।
advertisement
4/5
পুজো করতে আসা এক ব্যক্তি উপেন বর্মন জানান, পুজোর পর দু’জন ব্যক্তিকে শিব এবং কালি ঠাকুর সাজিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো হয় এবং বাঁশ খেলা হয়।
পুজো করতে আসা এক ব্যক্তি উপেন বর্মন জানান, পুজোর পর দু’জন ব্যক্তিকে শিব এবং কালি ঠাকুর সাজিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো হয় এবং বাঁশ খেলা হয়।
advertisement
5/5
রাজবংশী সম্প্রদায়ের আরেক ব্যক্তি সুবোধ চন্দ্র বড়ুয়া জানান, তবে দীর্ঘ প্রাচীন এই মদনকামের পুজোকে কেন্দ্র করে বাঁশ খেলা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে।
রাজবংশী সম্প্রদায়ের আরেক ব্যক্তি সুবোধ চন্দ্র বড়ুয়া জানান, তবে দীর্ঘ প্রাচীন এই মদনকামের পুজোকে কেন্দ্র করে বাঁশ খেলা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে।
advertisement
advertisement
advertisement