Jhargram Weather Today: বছরের শেষে ধামাক! কনকনে ঠান্ডায় জুবুথবু ঝাড়গ্রাম, কত ডিগ্রিতে নামল জানাল আবহাওয়া দফতর
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Jhargram Weather Today: বছরের শেষে কনকনে ঠান্ডা জঙ্গলমহল ঝাড়গ্রামে, কেমন থাকবে নতুন বছরের আবহাওয়া?
advertisement
advertisement
বছরের শেষ মানে ঘুরতে যাওয়ার সময়। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ব্যাপক কুয়াশা জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অধিকাংশ জায়গায়। সকাল থেকেও বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের গড় তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি আশেপাশে। শুধু তাই নয় থাকবে কুয়াশার দাপটও।
advertisement
advertisement
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অধিকাংশ জায়গায় ঘন বনাঞ্চল থাকার কারণে আবহাওয়ার বেশি তারতম্য লক্ষ্য করা যায়। ডিসেম্বরের শেষ সপ্তাহ জুড়ে ক্রমশ পারদ নিম্নমুখী হয়েছে জঙ্গলমহল ঝাড়গ্রামে। বছরের শেষ দিন অর্থাৎ বুধবার ঝাড়্গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৫-১৭ ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন ৯.১ ডিগ্রি। তবে বছর শেষে কিংবা নতুন বছরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে স্থানীয় হাওয়া অফিস।
advertisement









