Bad News : উত্তরবঙ্গ যাচ্ছেন-দার্জিলিং নাকি সিকিম? মাথায় হাত, ৪ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম লাইফলাইন, কোন উপায়ে ওঠানামা করবেন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Bad News : চারদিন বন্ধ শিলিগুড়ি–সিকিম লাইফলাইন, বিপাকে পর্যটক ও নিত্যযাত্রীরা
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিং ও সিকিমমুখী যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। মেরামতির কাজে আগামী চারদিন পুরোপুরি বন্ধ থাকবে শিলিগুড়ি–সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। প্রবল বর্ষণ ও ধারাবাহিক ধসের পর ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্গঠনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
গত সপ্তাহের ভয়াবহ বৃষ্টিতে ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় ধস নেমে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে। ফলে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই লাইফলাইন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সিকিমের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই রাস্তায় ভ্রমণ বন্ধ থাকায় সাধারণ যাত্রী, পরিবহণ কর্মী ও পর্যটকরা প্রবল দুর্ভোগে পড়বেন বলেই আশঙ্কা প্রশাসনের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
তবে বিকল্প পথের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। তারা জানিয়েছে, পর্যটকদের সুবিধার্থে ঘুরপথে যান চলাচলের ব্যবস্থা করা হবে যাতে জরুরি প্রয়োজনে সিকিম–দার্জিলিং–কালিম্পংগামী যাত্রীরা যাতায়াত করতে পারেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement