Tennikoit Competition: দু'চোখে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন! জাতীয় স্তরের টেনিকোয়েট প্রতিযোগিতায় মালদহের ৬ খুদে, গর্বিত জেলাবাসী
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Tennikoit Competition: জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দৌড়, জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় একাধিকবার সাফল্য মিলেছে। এবার বিশেষ টেনিকোয়েট প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলার সুযোগ হল মালদহের ৬ খুদে খেলোয়াড়ের।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি আরও জানান, "কয়েক মাস আগে উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে এই খেলার সিলেকশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৩০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সুযোগ পায় মালদহের ৬ জন খেলোয়াড়। ইতিমধ্যে বাংলার হয়ে মোট ১২ জন খেলোয়াড় কেরলের উদ্দেশে পাড়ি দিয়েছে। ২২-২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ৩৭তম ন্যাশনাল সাব জুনিয়র টেনিকোয়েট চ্যাম্পিয়নশিপ। আশা করছি, তাঁরা চ্যাম্পিয়ন হয়ে ফিরে জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করবে।" (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)







