Money Making Tips: অনলাইনে কেকের ব্যবসা করে স্বনির্ভর হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কেক তৈরি করে বাবাকে খাওয়াতে ভালো লাগে তাঁর । কারণ বাবা ভীষণ কেক পছন্দ করেন। লকডাউনে ঘরবন্দি থাকা অবস্থায় কেক তৈরি করার ইচ্ছে হয় তাঁর । ইউটিউবে দেখেই বাড়িতে কেক তৈরি করতে শুরু করেছিলেন পিয়ালি।
<span style="color: #800080;"><strong>শিলিগুড়ি:</strong> </span>নিত্য নতুন কেক তৈরি করে বাবাকে খাওয়ানোর সখ ছিল তাঁর । অজান্তেই সেই সখ পরিণত হয়েছে ব্যবসায় । কেক বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা পিয়ালি পাল পড়াশোনার পাশাপাশি তৈরি করছেন রকমারি কেক । রিপোর্টিং অনির্বাণ রায়, প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
