শুধু দুধ-কলা নয়, মা মনসার ভোগে পাঁঠার মাংস থেকে ইলিশ মাছ দেওয়া হয় এখানে
Last Updated:
advertisement
advertisement
♦ রাজ পরিবারের এই মনসা পুজোকে ঘিরে স্থানীয় মানুষের উদ্দীপনাও কম নয়। রাজবাড়ি চত্বরে বসেছে তিনদিনের মনসা মেলা। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের সদস্য প্রণত বোস জানিয়েছেন, ‘‘রাজ পরিবারের দুর্গা পুজো আর মনসা পুজোর বয়স প্রায় এক। রাজবাড়ির মণ্ডপেই মনসা দেবীর বিগ্রহ তৈরি হয়। পুজোর পরে নৌকায় করে রাজবাড়ির দিঘিতে বিসর্জন দেওয়া হয় দেবীকে।
advertisement
advertisement