IMD Weather: কলকাতায় সামান্য বাড়বে পারদ! উত্তরের পাহাড়ে তুষারপাত! শহরে ফের জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
কনকনে ঠান্ডার সাময়িক বিরতি। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। তারপর ২৪ ঘন্টা একই রকম আবহাওয়া। মঙ্গলবার/বুধবার থেকে ফের কমবে তাপমাত্রা। অনুমান আবহাওয়া দফতরের।
1/10
Weather 5
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাত! উইকেন্ডে আজ ও কাল এই সম্ভবনা বেশি। দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা। রাজ্যে ঘন হবে কুয়াশা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
2/10
Snowfall 5
দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু ঘুম ধোত্রে মানেভঞ্জন চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা।
advertisement
3/10
 ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।
ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।
advertisement
4/10
আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ৩১ ডিসেম্বর হুগলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ থাকার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কম থাকার ফলে হাড় কাঁপানো ঠান্ডা কলকাতা লাগোয়া জেলায়।
আজ শনিবার কুয়াশার ঘনঘটা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।কাল রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং নদীয়া জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা।
advertisement
5/10
এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি দক্ষিণবঙ্গের রয়েছে সেই সকল জেলায় বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রির নিচেই নেই। এদিন দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড পাওয়া গিয়েছে সল্টলেকের। যেখানে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১.৪। স্বাভাবিকভাবেই আবহাওয়া দফতরের দেওয়া এই তথ্য থেকে স্পষ্ট, এখন দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাঁপুনি ঠান্ডা চলছে আর তার সঙ্গে সঙ্গে কোনও কোনও জেলায় আবার চলছে কুয়াশার দাপটও।
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট।আজ শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
advertisement
6/10
★উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গের কিছু এলাকায়। কুয়াশার ঘনঘটা বেশি থাকবে। দার্জিলিং আলিপুরদুয়ার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।
কলকাতা।তাপমাত্রা আরো কিছুটা বাড়ল। কনকনে ঠান্ডার সাময়িক বিরতি। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। তারপর ২৪ ঘন্টা একই রকম আবহাওয়া। মঙ্গলবার/বুধবার থেকে ফের কমবে তাপমাত্রা। অনুমান আবহাওয়া দফতরের।
advertisement
7/10
সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে। সপ্তাহের বাকি দিনগুলিতে অর্থাৎ শনিবার পর্যন্ত ধীরে ধীরে নামবে পারদ। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা এইরকম থাকতে পারে। কলকাতা সহ উপকূলের জেলায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
আজ ও কাল কুয়াশার প্রভাব বাড়বে। মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। শনিবার ও রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতায়। আজ তাপমাত্রা বেড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে‌ আগামী কাল ১৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে শহরের পারদ। ফের আগামী সপ্তাহের মাঝামাঝি ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসবে পারদ।
advertisement
8/10
কলকাতা- আজ সামান্য নামলো পারদ। কাল ২৫শে ডিসেম্বর থেকে আরো পারদ নামবে। শীতের আমেজ বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা পরবর্তী ২/৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। আজ কুয়াশার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। কাল থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কলকাতার তাপমাত্রা।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
9/10
কার্তিকেই রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ! ভোরের দিকে অনেক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। বেলা বাড়লেও গরম লাগেনি। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে, সংক্রান্তি থেকেই রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়বে। তাই এখনই সেভাবে শীত পড়ছে না বঙ্গে।
এখন পারদ উর্দ্ধমুখী আগামী তিনদিন।আজকের ছিল ১৪ ডিগ্রি। আগামীকাল ১৫ ডিগ্রি হওয়ার সম্ভাবনা। দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কাল ছিল ২৩ আজ হবে ২৪ ডিগ্রি। পরবর্তী তিনদিন আগামীকালের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।
advertisement
10/10
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ নেমেছে। বছর শেষে তাপমাত্রার পারদের এমন পতন রীতিমতো বড় ঝটকা। এছাড়াও বেশকিছু জেলায় রয়েছে কুয়াশার দাপট।
আগামী তিনদিন ঘন কুয়াশার সম্ভাবনা উত্তরের জেলায়।দার্জিলিং, কোচবিহার, দুই দিনাজপুরেই। আগামী কাল পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগণায় আগামী চারদিন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিরপাতের সম্ভাবনা আগামী দুদিন। আজ হালকা তুষারপতের সম্ভাবনা দার্জিলিং-এ।
advertisement
advertisement
advertisement