ভাঙছে কালভার্ট! ধসে পড়ল সেতু, জলের তলায় জলপাইগুড়ি! ভারী বৃষ্টিতে ছারখার জনজীবন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলিতে জলস্তর দ্রুত বেড়ে চলেছে। ফলে ডুয়ার্সের নাগরাকাটা, বানারহাট, গয়েরকাটা এবং সংলগ্ন বনবস্তি এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে।
advertisement
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলিতে জলস্তর দ্রুত বেড়ে চলেছে। ফলে ডুয়ার্সের বাড়ারহাট, নাগরাকাটা, বানারহাট, গয়েরকাটা এবং সংলগ্ন বনবস্তি এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় পাঁচশোরও বেশি বাড়ি জলভাগ্ন হয়েছে, বহু ঘরে ঢুকে পড়েছে নদীর জল। স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় ও স্কুল ভবনে।
advertisement
advertisement
advertisement