Indian Railways: কালো কোট পরা ওরা গিজগিজ করছে, খপাখপ ধরা পড়ছে, আর রেলের তারপর যা হল, উপচে গেল টাকার ভান্ডার, লাখ-লাখ ইনকাম
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Indian Railways: প্রায় ১২,৯৬৪ টি টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রার ঘটনায় ধরা পড়া যাত্রীদের কাছ থেকে মোট ৭৭,৩১,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
advertisement
advertisement
advertisement
মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "পূর্ব রেলওয়ের মালদহ ডিভিশন যাত্রীদের সুশৃঙ্খল, নৈতিক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গত সেপ্টেম্বর মাসে মালদহ ডিভিশনের অধীনস্থ স্টেশন এবং ট্রেন গুলিতে নিবিড় টিকিট চেকিং অভিযান ও যাত্রী সচেতনতা কর্মসূচি পরিচালিত হচ্ছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
তিনি আরও জানান, "এক মাসে মোট ১২,৯৬৪টি টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা করে ৭৭,৩১,৮০০ জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে নৈতিক ভ্রমণের প্রচারে জোর দেওয়া হচ্ছে। এবং যাত্রীদের ডিজিটাল টিকিটিং-এর সুবিধা ও রেলওয়ান অ্যাপ এবং ইউটিএস অন মোবাইল অ্যাপ-এর ব্যবহার সম্পর্কে যাত্রীদের সচেতন করা হচ্ছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
পাশাপাশি তিনি বলেন, "টিকিটবিহীন ভ্রমণ রেলওয়ে আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। বর্তমান উৎসবের মরশুমে মালদহ ডিভিশন আন্তরিকভাবে সকল যাত্রীকে অনুরোধ সর্বদা বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করুন এবং ডিজিটাল টিকিটিং ব্যবস্থা গ্রহণ করে রেলের সঙ্গে সহযোগিতা করুন। যাতে যাত্রা হয় আরও নির্বিঘ্ন, সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় হয়।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)