Rail: নেই কোনও স্টেশন! বছরে মাত্র ৮ দিন দাঁড়ায় সব ট্রেন! কী এমন জায়গা! কী কারণ? জানুন রোমহর্ষক কাহিনী
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rail: দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লাতে নেই স্থায়ী রেল স্টেশন। কিন্তু ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল রেল মন্ত্রকও। রেল মন্ত্রকের নির্দেশে বোল্লাতে হয়েছে অস্থায়ী রেল স্টেশন। ওই অস্থায়ী রেল স্টেশনেই আটদিন দু-মিনিটের জন্য দাঁড়াবে ট্রেন।
*দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লাতে নেই কোন স্থায়ী রেল স্টেশন। তাই বছরের অন্যান্য সময় সেখানে কোন ট্রেনই দাঁড়ায় না। কিন্তু ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল রেল মন্ত্রকও। রেল মন্ত্রকের নির্দেশে বোল্লাতে করা হয়েছে অস্থায়ী রেল স্টেশন। ওই অস্থায়ী রেল স্টেশনেই বোল্লা পুজো উপলক্ষে দাঁড়াবে সব ট্রেন। প্রতিবেদনঃ সুস্মিতা গোস্বামী। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









