Weather Update: বসন্তেই ফের ‘কামব‍্যাক’ শীতের! উত্তরে হুড়মুড়িয়ে কমছে পারদ, ঝমঝমিয়ে আসবে বৃষ্টি, কবে থেকে বদল আবহাওয়ায়?

Last Updated:
Weather Update: সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই সাদা তুলোর মতো বরফের চাদরে ঢাকলো সিকিম সান্দাকফু! তুষারপাতের জেরে ফের একবার হুড়মুড়িয়ে কমল পারদ, বসন্তে ফের একবার শীতের কামব্যাক
1/5
সান্দাকফু সিকিমে তুষারপাতের পর ফের হুড়মুড়িয়ে কমলো পারদ।শীতের শেষ বেলাতেও শৈল শহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। সমতলে ফের একবার ঠান্ডা ফুরফুরে হাওয়ার সাথে থমথমে পরিবেশ।
সান্দাকফু সিকিমে তুষারপাতের পর ফের হুড়মুড়িয়ে কমল পারদ। শীতের শেষ বেলাতেও শৈল শহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। সমতলে ফের একবার ঠান্ডা ফুরফুরে হাওয়ার সঙ্গে থমথমে পরিবেশ।
advertisement
2/5
রবিবার সকাল থেকেই উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে পাহাড় থেকে সমতল । শীতের শেষ বেলাতেও দার্জিলিং এবং কালিম্পংয়ে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি তিন শুষ্ক আবহাওয়া।
রবিবার সকাল থেকেই উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে পাহাড় থেকে সমতল। শীতের শেষ বেলাতেও দার্জিলিং এবং কালিম্পংয়ে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি তিন শুষ্ক আবহাওয়া।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। ফের উত্তরে উঁচু পার্বত্য এলাকা গুলিতে ভারী তুষারপাতের পর শৈলী শহরে কনকনে ঠান্ডার আমেজ। বসন্তে যেন ফের একবার শীতের কাম ব্যাক।
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। ফের উত্তরে উঁচু পার্বত্য এলাকা গুলিতে ভারী তুষারপাতের পর শৈলী শহরে কনকনে ঠান্ডার আমেজ। বসন্তে যেন ফের একবার শীতের কামব্যাক।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে। বৃষ্টির শেষেই গ্রীষ্মের আগমন।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে। বৃষ্টির শেষেই গ্রীষ্মের আগমন।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকাজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা রেহাই পাবে না সমতলও। রবিবারেও সান্দাকফু তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দারুন মুডে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকাজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই পাবে না সমতলও। রবিবারেও সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দারুন মুডে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া।
advertisement
advertisement
advertisement