IMD Rain Alert: মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমের পারদ চড়চড়িয়ে বাড়ছে, উইকএন্ডে পাহাড়ে যাচ্ছেন, জেনে নিন কোথায় কবে তোলপাড় করা বৃষ্টি

Last Updated:
IMD Rain Alert: গরম পড়তে না পড়তেই ফের বসন্তের মাঝে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস পাহাড় থেকে শুরু করে সমতলের একাধিক জেলায়! কোন কোন জেলায় চলবে দফায় দফায় বৃষ্টি
1/5
গরম পড়তে না পড়তেই ফের শৈল শহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস।ইতিমধ্যেই উষ্ণতার ছোঁয়া সমতলজুড়ে অন্যদিকে বৃষ্টির জেরে শৈল শহরে জমজমাটি ঠান্ডা। শীতের বিদায় বেলাতেও নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না।
গরম পড়তে না পড়তেই ফের শৈল শহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস।ইতিমধ্যেই উষ্ণতার ছোঁয়া সমতলজুড়ে অন্যদিকে বৃষ্টির জেরে শৈল শহরে জমজমাটি ঠান্ডা। শীতের বিদায় বেলাতেও নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না।
advertisement
2/5
বুধবার সকাল থেকেই হালকা রোদের সাথে উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে শৈল শহর । শীতের শেষ বেলাতেও দার্জিলিং , জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুষ্ক আবহাওয়ার সাথী রোদের ঝলকানি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
বুধবার সকাল থেকেই হালকা রোদের সাথে উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে শৈল শহর । শীতের শেষ বেলাতেও দার্জিলিং , জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুষ্ক আবহাওয়ার সাথী রোদের ঝলকানি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়ছে। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শীতকে টাটা বাই বাই করে নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গবাসী।
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়ছে। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শীতকে টাটা বাই বাই করে নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে। বৃষ্টির শেষেই গ্রীষ্মের আগমন।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে। বৃষ্টির শেষেই গ্রীষ্মের আগমন।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকাজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা অন্যদিকে সমতলজুড়ে চলবে রোদের ঝলকানি। গ্রীষ্মের আগে চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা শৈল শহরের একাধিক জায়গায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকাজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা অন্যদিকে সমতলজুড়ে চলবে রোদের ঝলকানি। গ্রীষ্মের আগে চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা শৈল শহরের একাধিক জায়গায়।
advertisement
advertisement
advertisement