Unknown People In Locality: রাত বাড়লেই শুরু সব খেলা, দল দল অচেনা নারী, দল দল পুরুষ, তারপর যা যা সামনে এল এলাকাবাসী ‘থমকে থ’
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Unknown People In Locality: অচেনা মুখ, রহস্যজনক যাতায়াত! শেষমেশ ফাঁস গোপন কাণ্ড
জলপাইগুড়ি: নির্মীয়মাণ বাড়িতে নিত্য কাদের যাতায়াত? অচেনা সব মুখ, হু হু করে ঢুকছে বেরোচ্ছে বড় বড় গাড়ি... রহস্য সামনে আসতেই চোখ কপালে গ্রামবাসীদের। গ্রামেই লুকিয়ে চলছেগোপন মধুচক্র, হানা দিয়ে ফাঁস করল স্থানীয়রা, গ্রেফতার বহু। ঘটনাটি ঠিক কি? জলপাইগুড়ির পাহাড়পুর বজরা পাড়া সংলগ্ন এলাকায় গ্রামের ভেতর তৈরি হচ্ছে বাড়ি, সেখানেই আনাগোনা ছিল অচেনা মানুষগুলোর। তাই দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল, কিন্তু প্রমাণ মিলছিল না। Photo - Representative
advertisement
advertisement
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চলছে। এই ঘটনায় আবারও প্রমাণ হল, সমাজের নিরাপত্তা রক্ষায় সচেতন নাগরিকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। নির্মীয়মাণ বাড়ি বা ফাঁকা জায়গায় সন্দেহজনক কিছু দেখলেই প্রশাসনকে জানানোর বার্তা দিচ্ছেন সংশ্লিষ্ট মহল। Input- Surajit Dey
